নয়া দিল্লি : কিছুটা স্বস্তি দিয়ে মঙ্গলবার দেশে দৈনিক করোনা (COVID-19) আক্রান্তের সংখ্যা তিন হাজারের নীচে নেমেছিল। কিন্তু, সেই স্বস্তি ২৪ ঘণ্টাও স্থায়ী হল না। ফের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩ হাজারের গণ্ডি। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত (Corona Cases in India) হয়েছেন ৩ হাজার ২০৫ জন। মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৫৬৮। সবমিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ৮৮ হাজার ১১৮। আগের দিনের চেয়ে বেড়েছে দৈনিক মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩১ জনের। সবমিলিয়ে দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৩ হাজার ৯২০ জনের।
গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ হাজার ৮০২ জন। দেশে সবমিলিয়ে এখনও পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ৪ কোটি ২৫ লক্ষ ৪৪ হাজার ৬৮৯ জন। সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ। এখন দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৫০৯ জন। যা মোট আক্রান্তের ০.০৫ শতাংশ।
দেশে করোনার চতুর্থ ঢেউ নিয়ে আশঙ্কার মধ্যেই গত কয়েকদিন তিন হাজারের উপরে ছিল দৈনিক সংক্রমণ। গতকাল, মঙ্গলবার সেই সংখ্যা নেমে আসে আড়াই হাজারে। দৈনিক আক্রান্তের সংখ্যা কমায় কিছুটা স্বস্তি ফেরে। আজ ফের তিন হাজারে গণ্ডি পেরোল দৈনিক আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দেশে দৈনিক সংক্রমণের হার ১.০৭ শতাংশ (প্রতিদিন যত জন মানুষের করোনা পরীক্ষা করা হয়, তার মধ্যে যত জনের রিপোর্ট পজিটিভ আসে, সেই হারকে দৈনিক সংক্রমণের হার বলে)। আর সাপ্তাহিক সংক্রমণের হার ০.৭০ শতাংশ।
দৈনিক করোনা আক্রান্তের নিরিখে দিল্লি প্রথমে রয়েছে। রাজধানী নিয়ে উদ্বেগ কমছে না। দিল্লিতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৪১৪ জন। আগের দিন যা ছিল ১ হাজার ৭৬ জন।
এদিকে, রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার তথ্য বলছে, ২০২০ সালে দেশে নথিভুক্ত মৃতের সংখ্যা ৮১.২ লাখ। যার মধ্যে করোনা আক্রান্ত হয়েছে মৃত্যু হয়েছে ১.৪৮ লাখ মানুষের। আর ২০২১ সালে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩.৩২ লাখ মানুষের।