India Covid-19 Updates: সামান্য কমলেও করোনা-আশঙ্কা অব্যাহত, রাজ্যের সংক্রমণের গ্রাফও উদ্বেগজনক
COVID-19: ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ জানিয়েছে, বিগত ২৪ ঘণ্টায় ৩ লক্ষ ৬৩ হাজার করোনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে গোটা দেশে ৮৬ কোটি করোনা পরীক্ষা করা হয়েছে।
নয়া দিল্লি: বিগত ২ বছরেরও বেশি সময় ধরেই করোনার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে গোটা মনুষ্য জাতি। কিন্তু এখনও অবধি করোনা সংক্রমণ নিয়ে নিশ্চিন্ত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। শনিবার স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী গোটা দেশে করোনা সংক্রমণ শুক্রবারের তুলনায় খানিকটা কমেছে। শনিবার গোটা দেশের মোট ১৫ হাজার ৯৪০ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এখনও সব মিলিয়ে গোটা দেশে মোট ৪ কোটি ৩৩ লক্ষ ৭৮ হাজার ২৩৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মোট ২০ জন রোগী মারা গিয়েছেন, যার ফলে গোটা দেশের মৃত্যুর সংখ্যা বেড়ে ৫ লক্ষ ২৫ হাজার টাকা হয়েছে। অন্যদিকে শেষ ২৪ ঘণ্টায় ১২ হাজার ৪২৫ জন করোনা থেকে সেরে উঠেছেন বলেই জানা গিয়েছে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে করোনা সংক্রমণের হার ০.২০ শতাংশ।
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ জানিয়েছে, বিগত ২৪ ঘণ্টায় ৩ লক্ষ ৬৩ হাজার করোনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে গোটা দেশে ৮৬ কোটি করোনা পরীক্ষা করা হয়েছে। বিগত ২৪ ঘণ্টায গোটা দেশে ১৫ লক্ষ ৭৩ হাজার করোনা টিকা দেওয়া হয়েছে। এখনও অবধি গোটা দেশে মোট ১৯৬ কোটি ৯৪ লক্ষ কোভিড টিকা দেওয়া হয়েছে।
রাজ্যের করোনা সংক্রমণ
রাজ্যের করোনা সংক্রমণের গ্রাফও উর্ধ্বমুখী। রাজ্য স্বাস্থ্য দফতরে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী বাংলায় নতুন করে ৬৫৭ জনের দেহে করোনা ভাইরাসের খোঁজ মিলেছে। ২৪ ঘণ্টায় ১৯৫ জন করোনা থেকে সেরে উঠেছে। রাজ্য সুস্থতার হার ৯৮.৭৮ শতাংশ। ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে ২ জন করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। রাজ্যে করোনা আক্রান্তের হার ১.০৫ শতাংশ।