নয়া দিল্লি: বৃহস্পতিবার (১৩ জুলাই), ভারতের মানবাধিকার পরিস্থিতি, বিশেষ করে মণিপুরে সাম্প্রতিক হিংসা পরিস্থিতি সম্পর্কে র একটি প্রস্তাব গ্রহণ করেছে ইউরোপীয় ইউনিয়ন। জাতিগত ও ধর্মীয় হিংসা বন্ধ করতে এবং সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়কে সুরক্ষা দেওয়ার জন্য সবরকম ব্যবস্থা নেওয়ার জন্য ভারত সরকারকে আহ্বান জানিয়েছে ইউরোপীয় সংসদ। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করল ভারত। ভারত সরকার জানিয়েছে, এই পদক্ষেপ সম্পূর্ণ ‘অগ্রহণযোগ্য’ এবং ‘ঔপনিবেশিক মানসিকতার’ প্রতিফলন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, “ভারতের অভ্যন্তরীণ বিষয়ে এই ধরনের হস্তক্ষেপ অগ্রহণযোগ্য এবং এটা ঔপনিবেশিক মানসিকতার প্রতিফলন। আমরা দেখেছি, ইউরোপীয় সংসদ মণিপুর নিয়ে আলোচনা করেছে এবং একটি তথাকথিত জরুরি প্রস্তাব গ্রহণ করা হয়েছে।”
তিনি জানান, সম্প্রীতি এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে বিচার বিভাগ-সহ সমস্ত স্তরে মণিপুরে শান্তি-সম্প্রীতি এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে বিচার বিভাগ-সহ সমস্ত স্তরে পদক্ষেপ করছে ভারত। তিনি আরও জানিয়েছেন, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলিয়ে ইউরোপীয় সংসদের উচিত, তাদের নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে আরও বেশি সময় দেওয়া উচিত। বুধবার, বিদেশ সচিব বিনয় কোয়াত্রাও জানিয়েছিলেন, মণিপুর ভারতের অভ্যন্তরীণ বিষয়। এই বিষয়ে ইইউ সংসদে আলোচনা হওয়ার অর্থহীন। ইউরোপীয় সাংসদদের সঙ্গে যোগাযোগ করে এই বিষয়টি তাদের স্পষ্টভাবে জানানো হবে। তবে তারপরও, এই নিয়ে বিতর্ক হয় ইউরোপীয় সংসদে।
ইউরোপীয় পার্লামেন্টে সোশ্যালিস্ট এবং ডেমোক্র্যাটদের প্রগতিশীল জোট ইউরোপীয় সংসদে ‘ভারত, মণিপুরের পরিস্থিতি’ নামে এই প্রস্তাবটি পেশ করা হয়। প্রস্তাবে বলা হয়েছে, “অবিলম্বে জাতিগত ও ধর্মীয় হিংসা বন্ধ করার এবং সকল ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করার জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ভারতীয় কর্তৃপক্ষকে অনুরোধ করছে ইউরোপীয় সংসদ।” শুধু তাই নয়, মণিপুরের হিংসার ‘স্বাধীন তদন্ত’ করার জন্য ভারতীয় কর্তৃপক্ষের অনুমতিও চেয়েছে ইউরোপীয় সংসদ। সেই সঙ্গে বিবাদমান সমস্ত পক্ষকে উসকানিমূলক বিবৃতি দেওয়া বন্ধ করতে, শান্তি পুনঃপ্রতিষ্ঠা করতে এবং উত্তেজনা প্রশমনে নিরপেক্ষ ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়েছে। ইইউ-এর সদস্য রাষ্ট্রগুলিকেও ভারতের কাছে মানবাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করতে বলা হয়েছে।