পুনে: শুক্রবার সকাল-সকালই ভয়াবহ আগুন। মহারাষ্ট্রের পুনেতে একটি কাপড়ের কারখানার গোডাউনে আগুন লেগেছে। কারখানাটি পুনের ইয়েওয়ালেওয়াড়ি এলাকায় অবস্থিত। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলের প্রায় ১৫টি ইঞ্জিন। নিয়ে যাওয়া হয়েছে বেশ কয়েকটি জলের ট্যাঙ্কারও। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা চলছে। তবে, কাপড়ের গোডাউন হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে। ঘটনাস্থলের বেশ কয়েকটি ছবি ও ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, কারখানা ভবনটি থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কারও হতাহতের খবর পাওয়া যায়নি। ঠিক কীভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও অস্পষ্ট। দমকলের আধিকারিকরা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনাই তাঁদের প্রথম লক্ষ্য।
#WATCH | Fire breaks out in a godown in Yewalewadi area of Pune, Maharashtra. Fire tenders at the spot. More details awaited. pic.twitter.com/4CBiPJ49l1
— ANI (@ANI) July 14, 2023
Massive fire broke out in company godown Shah Deepchand Dharamchand in #Yewlewadi Kondhwa Budhruk Pune #Fire pic.twitter.com/OQQ8GCsa4y
— SON Luawerr (@SONLuawerr) July 14, 2023
Massive fire at Yewalewadi, Kondhwa.#Pune #Yewalewadi@PuneCityPolice @PMCPune pic.twitter.com/U8nZGjn4am
— Sanil Shah ? (@SanilShah2) July 14, 2023
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।