India Myanmar Border: ভারত-মায়ানমারের মধ্যে আর অবাধ যাতায়াত নয়, বড় সিদ্ধান্ত শাহের

India Myanmar Border: অমিত শাহ টুইটে উল্লেখ করেছেন, ভারত ও মায়ানমারের মধ্যে 'ফ্রি মুভমেন্ট রেজিম' বন্ধ করা হচ্ছে। দেশের নিরাপত্তার কারণে ও উত্তর-পূর্ব ভারতকে সুরক্ষিত রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। বিদেশ মন্ত্রক এই

India Myanmar Border: ভারত-মায়ানমারের মধ্যে আর অবাধ যাতায়াত নয়, বড় সিদ্ধান্ত শাহের
অমিত শাহ।Image Credit source: Twitter
Follow Us:
| Updated on: Feb 08, 2024 | 1:43 PM

নয়া দিল্লি: আভ্যন্তরীণ নিরাপত্তা বাড়ানোর জন্য ভারত ও মায়ানমারের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে এবার বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন, এবার থেকে বিনা অনুমতিতে দুই দেশের মধ্যে যাতায়াত করা যাবে না। টুইটারে এই ঘোষণার কথা জানিয়ে অমিত শাহ লিখেছেন, দেশের সীমান্তকে আরও বেশি সুরক্ষিত করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

অমিত শাহ টুইটে উল্লেখ করেছেন, ভারত ও মায়ানমারের মধ্যে ‘ফ্রি মুভমেন্ট রেজিম’ বন্ধ করা হচ্ছে। দেশের নিরাপত্তার কারণে ও উত্তর-পূর্ব ভারতকে সুরক্ষিত রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। বিদেশ মন্ত্রক এই প্রক্রিয়া শুরু করেছিল, তবে স্বরাষ্ট্র মন্ত্রক অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে।

গত মঙ্গলবারই অমিত শাহ জানিয়েছেন, মায়ানমার ও ভারতের মধ্যে প্রায় ১৬৪৩ কিলোমিটার সীমান্ত ঘিরে ফেলা হবে। তার থেকেই ইঙ্গিত মিলেছিল যে অবাধে যাতায়াত এবার বন্ধ হওয়ার পথে। ‘ফ্রি মুভমেন্ট রেজিম’ অনুযায়ী এতদিন পর্যন্ত দুই দেশের নাগরিকেরাই অপর দেশের সীমান্ত থেকে ১৬ কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারতেন কোনও অনুমোদন ছাড়াই। কিন্তু মায়ানমারের পরিস্থিতি অশান্ত হয়ে ওঠার পর সিদ্ধান্ত বদলাল কেন্দ্রীয় সরকার।

২০২১ সালের পর থেকেই পরিস্থিতি বদলে গিয়েছে মায়ানমারের। ওই বছরেই মায়ানমারে সামরিক অভ্যুত্থান হয় ও দেশের প্রধান আন সু-কিকে গ্রেফতার করা হয়। এরপর ২০২৩ সালের শেষের দিক থেকে বিক্ষোভ চরম আকার নেয়। গত বছরের অক্টোবর মাস থেকেই মায়ানমারের রাখিনে সহ একাধিক জায়গায় সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীর প্রবল সংঘর্ষ শুরু হয়েছে। ক্রমে পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে রাখিনে ছাড়ার কথা বলা হয়েছে ভারতীয়দের।