নয়াদিল্লি: আমেরিকায় নির্দিষ্ট সময়ের জন্য গিয়েছিলেন। ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও এখনও সেদেশে রয়েছেন। কিংবা অবৈধভাবে রয়েছেন আমেরিকায়। এমন ভারতীয় নাগরিকদের বড় বার্তা দিল বিদেশমন্ত্রক। ওইসব ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হবে বলে জানালেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ভারত অবৈধ অভিবাসনের বিপক্ষে বলে তিনি স্পষ্ট করে দিলেন।
শুক্রবার রণধীর জয়সওয়াল বলেন, “ভারত অবৈধ অভিবাসনের বিপক্ষে। কারণ, এর সঙ্গে সংগঠিত অপরাধের যোগসূত্র রয়েছে।” শুধু আমেরিকা নয়, যেকোনও দেশেই ভারতীয় নাগরিকরা যথাযথ নথি ছাড়া বসবাস করলে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানালেন। তাঁর কথায়, “আমেরিকা কিংবা যেকোনও দেশ, ভারতীয় নাগরিকরা যদি ভিসার মেয়াদ শেষেও বসবাস করেন কিংবা যথাযথ নথি ছাড়া থাকেন, তাহলে তাদের ফিরিয়ে আনা হবে। ওই নাগরিকদের নথি আমাদের পাঠানো হলে ব্যবস্থা নেওয়া হবে।”
সাংবাদিক বৈঠকে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, আমেরিকা থেকে কতজনকে ফিরিয়ে আনা হচ্ছে? জবাবে বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেন, “কতজনকে ফিরিয়ে আনা হবে, তা নিয়ে আগেভাগে এভাবে বলা যায় না।”
অবৈধভাবে বসবাসকারী ভারতীয়দের ফেরত পাঠাতে চায় আমেরিকা। বিদেশমন্ত্রকের মুখপাত্রকে প্রশ্ন করা হয়, এর জেরে দুই দেশের বাণিজ্য ও শিল্পে কি প্রভাব পড়বে? রণধীর জয়সওয়াল বলেন, “অবৈধ অভিবাসন ও বাণিজ্য দুটো আলাদ ইস্যু। অবৈধ অভিবাসন নিয়ে আমাদের নীতি ও অবস্থান পরিষ্কার। আমরা অবৈধ অভিবাসনের বিপক্ষে। কারণ সংগঠিত অপরাধের সঙ্গে যোগসূত্র রয়েছে অবৈধ অভিবাসনের।”
এদিন বিদেশমন্ত্রকের মুখপাত্র আরও জানান, “বিদেশসচিব বিক্রম মিশ্রি দু’দিনের সফরে আগামী ২৬ জানুয়ারি চিন যাচ্ছেন। এই সফরের দুই দেশের দ্বিপাক্ষিক নানা ইস্যু নিয়ে আলোচনা হবে।”