Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jaishankar on Bangladesh: হাসিনার ‘পতন’ সম্পর্কে আগেই টের পেয়েছিল ভারত? পালাবদলের ছয় মাস পর ‘সত্যিটা’ বলেই দিলেন জয়শঙ্কর

Jaishankar on Bangladesh: এবার সেই বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রের মুখে শোনা গেল অন্য কথা। শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষোভ সম্পর্কে যে অবহিত ছিল ভারত, তা জানিয়েছেন খোদ বিদেশ এস জয়শঙ্কর।

Jaishankar on Bangladesh: হাসিনার 'পতন' সম্পর্কে আগেই টের পেয়েছিল ভারত? পালাবদলের ছয় মাস পর 'সত্যিটা' বলেই দিলেন জয়শঙ্কর
প্রতীকী ছবিImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Mar 23, 2025 | 4:24 PM

নয়াদিল্লি: বাংলাদেশে পালাবদল হয়ে কেটে গিয়েছে ছয় মাসের বেশি। নানা সময় সেদেশের পরিস্থিতি আশঙ্কা প্রকাশ করতে দেখা গিয়েছে ভারত সরকারকে। কখনও সংখ্য়ালঘু ইস্যু, কখনও বা পালাবদলের পর বাড়ন্ত সন্ত্রাস, বাংলাদেশ নিয়ে মুখ খুলতে কখনওই ফাঁক রাখেনি কেন্দ্র।

এবার সেই বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রের মুখে শোনা গেল অন্য কথা। শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষোভ সম্পর্কে যে অবহিত ছিল ভারত, তা জানিয়েছেন খোদ বিদেশ এস জয়শঙ্কর। সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’-র প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, শনিবার বিদেশমন্ত্রকের পরামর্শদাতা কমিটির (Consultative Committee) মুখোমুখি হয়ে বিদেশমন্ত্রী জানিয়েছেন, ‘বাংলাদেশে যে শেখ হাসিনা বিরোধী একটা আবহ তৈরি হয়েছে, তা আমরা আগেই টের পেয়েছিলাম।’

তবে সেদেশে যে এত বড় গণঅভ্যুত্থান হতে চলেছে, তা আগাম টের পাওয়া সত্ত্বেও কেন নয়াদিল্লি কোনও ব্যবস্থা নেয়নি? সেই প্রসঙ্গে জয়শঙ্কর জানান, ভারত সেই বিরোধী-হাওয়ার তেজ আগাম টের পেলেও, হাসিনার কোনও সিদ্ধান্তে নয়াদিল্লি অধিকার ছিল না। শুধুমাত্র এই প্রসঙ্গে তাঁকে পরামর্শ দেওয়া সম্ভব ছিল।

উল্লেখ্য, এই বৈঠকে বিদেশমন্ত্রীর মুখে বাংলাদেশের পাশাপাশি উঠেছে চলতি মায়ানমার পরিস্থিতির কথাও। ভারতের এই পড়শি দেশে ২০২১ সাল থেকে উত্তাল পরিস্থিতি। সেখানে অভ্যুত্থান ঘিরে শুরু হয়েছে গৃহযুদ্ধ, যা এখনও থামেনি বললেই চলে। উল্টে দিন প্রতিদিন এই যুদ্ধের পারদ আরও চড়ছে।

মায়ানমারের এই উত্তালাবস্থার প্রভাব যে ভারতে পড়েনি এমনটা নয়। মায়ানমার লাগোয়া ভারতীয় ভূখণ্ড অর্থাৎ উত্তর-পূর্ব ভারতে বেড়েছে সন্ত্রাসী কার্যকলাপ। মাঝে মধ্যে ওই পাড় থেকে ভারতে ঢোকার চেষ্টা করছে যুদ্ধ-শরণার্থীরা। শনিবার বিদেশমন্ত্রী জানিয়েছেন, আগের তুলনায় উত্তর-পূর্ব ভারতের মায়ানমার লাগোয়া রাজ্যগুলির নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। সীমানা আরও বেশি জওয়ান মোতায়েন হয়েছে।