Indian Army: লালফৌজের ‘চোখ রাঙানি’ উপেক্ষা করেই লাদাখে সেনা প্রস্তুতি খতিয়ে দেখলেন শীর্ষকর্তারা
Indian Army review LAC Situation: আগামী বুধবার, সম্মেলনের শেষদিনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেনা বাহিনীর কম্যান্ডারদের সঙ্গে আলোচনায় বসতে পারেন বলে জানা গিয়েছে।
নয়া দিল্লি: দেশের নিরাপত্তার দায়িত্বে থাকা তিন বাহিনীর মধ্যে বৈঠকের আগেই লাদাখ ও প্রকৃত নিয়ন্ত্রণ রেখার বর্তমান অবস্থা যাচাই করতে পৌঁছল ভারতীয় সেনা (Indian Army)। সোমবারই ভারতীয় সেনার শীর্ষ কম্যান্ডাররা লাদাখ (Ladakh) এবং চিনের সীমান্ত লাগোয়া প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (Line of Actual Control) স্পর্শকাতর জায়গাগুলির নিরাপত্তা খতিয়ে দেখেন।
সোমবার থেকেই শুরু হয়েছে দেশের নিরাপত্তার দায়িত্বে থাকা ভারতীয় সেনার কনফারেন্স (Army Conference)। চারদিনের এই সম্মেলনে দেশের নিরাপত্তা ব্যবস্থা কতটা শক্তিশালী, তা খতিয়ে দেখা হবে। একইসঙ্গে আগামিদিনে কীভাবে তিন বাহিনীর মধ্য়ে সমন্বয় আরও দৃঢ় করা যায়, সে বিষয়েও আলোচনা করা হবে। চিফ অব আর্মি স্টাফ জেনারেল এমএম নারাভানের নেতৃত্বে এই বৈঠকের আয়োজন করা হয়েছে দিল্লিতে।
সূত্রের খবর, সম্মনের প্রথম দিনেই কম্যান্ডাররা জম্মু-কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিগত কয়েক সপ্তাহ ধরে যেভাবে জঙ্গিহানার শিকার হচ্ছেন সাধারণ মানুষ, তার প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার নির্দেশ দেওয়া হয়।
সরকারি সূত্র্রে খবর, চিনের সঙ্গে যুদ্ধ লাগলে ভারতীয় সেনা কতটা প্রস্তুত রয়েছে, সে বিষয়ও খতিয়ে দেখেন তিন বাহিনীর শীর্ষকর্তারা। পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ঘিরে বিগত ১৭ মাস ধরে যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার সমাধানে সামরিক ও কূটনৈতিক স্তরে একাধিক দফায় বৈঠক করা হলেও বিশেষ সুফল মিলছে না। এদিকে, মাঝেমধ্যেই লাদাখ ও অরুণাচল প্রদেশে চিনা আগ্রাসনের খবর মিলছে। এই বিষয়টি মাথায় রেখেই সেনাবাহিনী কী কী প্রস্তুতি নিয়েছে, তা খতিয়ে দেখা হয়।
আগামী বুধবার, সম্মেলনের শেষদিনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেনা বাহিনীর কম্যান্ডারদের সঙ্গে আলোচনায় বসতে পারেন বলে জানা গিয়েছে। তিন বাহিনী, অর্থাৎ নৌসেনা, বায়ু সেনা ও ভারতীয় সেনাবাহিনীর সম্মিলিত উদ্যোগ ও প্রচেষ্টায় একাধিক সাফল্য নিয়ে সেনাবাহিনীর শীর্ষকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য় রাখবেন সেনা প্রধান বিপিন রাওয়াত, নৌবাহিনীর অ্যাডমিরাল করমবীর সিং এবং বায়ু সেনার প্রধান মার্শাল ভিআর চৌধুরি।