AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Army: চিন, পাকিস্তান সীমান্তে একসঙ্গে যুদ্ধ, ভারতের ভরসা এই ঘাতক Commando!

Bhairav Commando, Indian Army: একই সঙ্গে চিন ও পাকিস্তানের মোকাবিলা করতে ৫টি ভৈরব কমান্ডো ব্যাটেলিয়ন তৈরি করেছে ভারতীয় সেনা।

Indian Army: চিন, পাকিস্তান সীমান্তে একসঙ্গে যুদ্ধ, ভারতের ভরসা এই ঘাতক Commando!
Image Credit: Nasir Kachroo/NurPhoto via Getty Images
| Updated on: Aug 28, 2025 | 12:40 PM
Share

সময়ের সঙ্গে বদলেছে ভূ-রাজনৈতিক সমীকরণ। আর সেই বদলকে সঙ্গী করেই এবার বদলাচ্ছে ভারতীয় সেনার ব্যাটেলিয়নের ক্ষমতাও। জানা গিয়েছে একই সঙ্গে চিন ও পাকিস্তানের মোকাবিলা করতে ৫টি ভৈরব কমান্ডো ব্যাটেলিয়ন তৈরি করেছে ভারতীয় সেনা। সর্বভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট সূত্রে জানা গিয়েছে, এই ৫টির মধ্যে ৩টি ব্যাটেলিয়ন মোতায়েন করা হয়েছে পাকিস্তান ও চিন সীমান্তে।

উত্তরাঞ্চল কমান্ডের অধীনে ৩টি ব্যাটেলিয়ন মোতায়েন করা হলেও বাকি দুটি ব্যাটেলিয়নকে মোতায়েন করা হয়েছে উত্তর-পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল কমান্ডের অধীনে পাকিস্তান সীমান্তে। সেনা প্রধান আগেই জানিয়েছিলেন ২০২৩ থেকে ২০৩২ সালের মধ্যে সেনায় একাধিক বদল দেখা যাবে। আর সেই পরিকল্পনার অংশ হিসাবেই এই ভৈরব ব্যাটেলিয়ন তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে।

এ ছাড়াও ভারতীয় সেনায় পদাতিক সেনা, গোলন্দাজ বাহিনী ও ট্যাঙ্ক রেজিমেন্টকে একীভূত করে তৈরি হওয়ার কথা রুদ্র ব্রিগেডের। এ ছাড়াও জানা গিয়েছিল দিব্যাস্ত্র ব্যাটারি ও শক্তিবান ইউনিট তৈরি হবে। আর এইভাবেই সেনাবাহিনীর প্রত্যাঘাতের শক্তিবৃদ্ধি করার কথাও জানিয়েছিলেন সেনা প্রধান।