Narendra Modi: ভাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের মুখোমুখি ভারতীয় প্রতিনিধিরা

Dec 11, 2024 | 8:58 PM

Narendra Modi: জর্জ জেকব কুভাকাড়কে রোমান ক্যাথলিক চার্চের কার্ডিনাল বা প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে। সেই উপলক্ষেই ভারতীয় প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছিল।

Narendra Modi: ভাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের মুখোমুখি ভারতীয় প্রতিনিধিরা
Image Credit source: twitter

Follow Us

নয়া দিল্লি: ভাটিকান সিটি-তে হাজির ভারতের প্রতিনিধিরা। পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কিত বই তুলে দিয়ে এলেন সেই প্রতিনিধিরা। এক্স মাধ্যমে সেই সাক্ষাতের কথা জানানো হয়েছে প্রধানমন্ত্রীর দফতরের তরফে। কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ানের নেতৃত্বে সেই প্রতিনিধি দল যায় ভাটিকানে। সেই ছবিও প্রকাশ করা হয়েছে এক্স মাধ্যমে।

জর্জ জেকব কুভাকাড়কে রোমান ক্যাথলিক চার্চের কার্ডিনাল বা প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে। সেই উপলক্ষেই ভারতীয় প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁকে অভিনন্দন জানিয়ে নরেন্দ্র মোদী এক্স মাধ্যমে লিখেছেন, “জর্জ কার্ডিনাল কুভাকাড় সারাজীবন মানুষের জন্য কাজ করেছেন, যীশু খ্রিস্টের আদর্শ অনুসরণ করেছেন।”

ভারতে খ্রিস্টান সম্প্রদায়ের তাৎপর্যের কথা উল্লেখ করেছেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী জর্জ কুরিয়ান। তিনি এক্স মাধ্যমে লিখেছেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত এখন সংখ্যালঘুদের জন্য সবথেকে নিরাপদ জায়গা। এদিন Modi@20 ও Mann Ki Baat @100 নামে দুটি বই উপহার দেওয়া হয়েছে পোপ ফ্রান্সিসকে।

Next Article