AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Railway: কাটা যাচ্ছে না মান্থলি, মার্চের মধ্যে বন্ধ UTS! এবার কী করবেন?

Indian Railway Shifting to RailOne: রেলওয়ান নামে এই মোবাইল অ্যাপে যে শুধুই টিকিট কাটার ব্য়বস্থা রয়েছে, এমনটা নয়। এছাড়াও, ট্রেনের সময়সূচি, পিএনআর সার্চ, সবোপরি অনলাইন খাবার অর্ডার। অর্থাৎ রেলের আওতায় যা যা পরিষেবা রয়েছে, সবটাই পাওয়া যাচ্ছে এই নতুন অ্যাপে।

Indian Railway: কাটা যাচ্ছে না মান্থলি, মার্চের মধ্যে বন্ধ UTS! এবার কী করবেন?
ভারতীয় রেলওয়ের অ্যাপ UTSImage Credit: সংগৃহীত
| Updated on: Jan 05, 2026 | 11:42 AM
Share

নয়াদিল্লি: কাটা যাচ্ছে না মান্থলি। সমস্য়ায় পড়েছেন ইউটিএস ব্যবহারকারীরা। বছর বছর ধরে যে অ্য়াপের মাধ্য়মে সারা মাসের টিকিট কাটলেন নিত্যযাত্রীরা। এখন সেই অ্যাপই প্রায় বন্ধ করে দিয়েছে নিজের কাজ। যারা জেরে সঙ্কটে পড়েছেন যাত্রীদের একাংশ। কিন্তু কেন এমনটা হচ্ছে?

রেল সূত্রে জানা গিয়েছে, সমস্ত অনলাইন গ্রাহকদের এবার ইউটিএস থেকে ‘রেলওয়ান’ নামে নতুন স্থানান্তর করার কাজে নেমেছে ভারতীয় রেলওয়ে। যার জেরে মান্থলি প্রদানের কাজ সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে গিয়েছে ইউটিএস-এ। এই মর্মে বছরের প্রথম দিনেই একটি বিবৃতি জারি করেছিল ভারতীয় রেল কর্তৃপক্ষ। তাতেই তারা জানিয়েছিল, কীভাবে একটি অ্যাপের মাধ্য়মেই প্ল্যাটফর্ম টিকিট, সংরক্ষিত টিকিট এবং অসংরক্ষিত টিকিট ব্য়বস্থাকে নিয়ে আসা হয়েছে। খুব সহজ ভাষায় বলতে গেলে, একই ছাদের নীচে সব সুবিধা।

রেলওয়ান নামে এই মোবাইল অ্যাপে যে শুধুই টিকিট কাটার ব্য়বস্থা রয়েছে, এমনটা নয়। এছাড়াও, ট্রেনের সময়সূচি, পিএনআর সার্চ, সবোপরি অনলাইন খাবার অর্ডার। অর্থাৎ রেলের আওতায় যা যা পরিষেবা রয়েছে, সবটাই পাওয়া যাচ্ছে এই নতুন অ্যাপে। সেই সূত্র ধরেই এই অ্যাপের গ্রহণযোগ্যতা বাড়াতে তৎপর হয়েছে রেলমন্ত্রক।

রেলওয়ানের প্রচার শুরু হওয়ার পর ইউটিএস অ্যাপ থেকে মান্থলি কাটা যাচ্ছে না। অসংরক্ষিত দৈনিক টিকিটের সুবিধা এখনও পাওয়া যাচ্ছে, তবে সেটাও বন্ধ হওয়া এখন সময়ের অপেক্ষা। রেলমন্ত্রক তরফে জানা গিয়েছে, আগামী পয়লা মার্চ থেকে অসংরক্ষিত ট্রেনের টিকিটক কাটাও বন্ধ হয়ে যাবে ইউটিএস-এ। মান্থলির মতো তখন এই দৈনিক টিকিটের জন্য অ্যাপ বদলাতে হবে গ্রাহকদের।