দুমদাম ফাটছে, বিমানে ওই জিনিস নিয়ে আর ওঠাই যাবে না…কড়া নির্দেশ DGCA-র
DGCA Rules: গত নভেম্বরেই ডিজিসিএ বিপজ্জনক পণ্য নিয়ে একটি সতর্কতা অ্যাডভাইসরি জারি করেছিল। সেখানে বলা হয়েছিল, হ্যান্ড লাগেজে পাওয়ার ব্যাঙ্ক বা আলাদা করে ব্যাটারি রাখা যাবে না। বিমানের ওভারহেড কম্পার্টমেন্টেও পাওয়ার ব্যাঙ্ক রাখা যাবে না কারণ এই সমস্ত জায়গায় আগুন লাগলে তা চিহ্নিত করা কঠিন হয়।

নয়া দিল্লি: বিমানে চড়ার নতুন নিয়ম। এবার আর উঠতে পারবেন না পাওয়ার ব্যাঙ্ক। লিথিয়াম আয়ন পাওয়ারের অন্য কোনও ডিভাইসও নিয়ে ওঠা যাবে না। অসামরিক উড়ান পরিবহন মন্ত্রক বা ডিজিসিএ এই নির্দেশ দিয়েছে। এবার থেকে প্লেনে পাওয়ার ব্যাঙ্ক নিয়ে ওঠা নিষিদ্ধ করা হয়েছে। বিমানে চড়ার সময় মোবাইলে চার্জও দেওয়া যাবে না, তা সে পাওয়ার আউটলেট দিয়েই হোক বা পাওয়ার ব্যাঙ্ক দিয়ে।
লিথিয়াম আয়ন ব্যাটারি গরম হয়ে ফেটে যাওয়া এবং তা থেকে অগ্নিকাণ্ডের মতো একাধিক ঘটনা ঘটেছে সম্প্রতি। এই বিষয়টি মাথায় রেখেই ডিজিসিএ বিমান যাত্রার নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। এবার থেকে বিমানে সফরের সময় চার্জার দিয়ে বা পাওয়ার ব্যাঙ্ক দিয়ে মোবাইল চার্জ দেওয়া যাবে না।
গত নভেম্বরেই ডিজিসিএ বিপজ্জনক পণ্য নিয়ে একটি সতর্কতা অ্যাডভাইসরি জারি করেছিল। সেখানে বলা হয়েছিল, হ্যান্ড লাগেজে পাওয়ার ব্যাঙ্ক বা আলাদা করে ব্যাটারি রাখা যাবে না। বিমানের ওভারহেড কম্পার্টমেন্টেও পাওয়ার ব্যাঙ্ক রাখা যাবে না কারণ এই সমস্ত জায়গায় আগুন লাগলে তা চিহ্নিত করা কঠিন হয়।
কেন লিথিয়াম আয়ন ব্যাটারি ক্ষতিকারক?
লিথিয়াম আয়ন ব্যাটারিতে সহজেই আগুন ধরে যায় কারণ এটি অতি শক্তিশালী বা এনার্জেটিক হয়। পাওয়ার ব্যাঙ্ক, পোর্টেবল চার্জার বা এই ধরনের ডিভাইসে লিথিয়াম আয়ন ব্যাটারি থাকে। এগুলি থেকে আগুন ধরার সম্ভাবনা আরও বেড়ে যায়।
