Maha Shivratri: ভারতেই অবস্থিত দ্বাদশ জ্যোতির্লিঙ্গ কোনগুলি জানেন? দেখুন ছবি
Shiv Jyotirlinga: ভারতের বিভিন্ন স্থানে শিব মন্দির, শিবলিঙ্গ রয়েছে। তবে ১২টি শিব জ্যোর্তিলিঙ্গ খুবই প্রসিদ্ধ। যার মধ্যে রয়েছে, কেদারনাথ, মহাকাল, রামেশ্বরম, ওঙ্কারেশ্বর, মল্লিকার্জুন, কাশী বিশ্বনাথ, ঘৃষ্ণেশ্বর, ত্র্যম্বকেশর, নাগেশ্বর, বিশ্বেশ্বর ও ভীমাশঙ্কর জ্যোর্তিলিঙ্গ। এগুলিতে প্রায় সারা বছরই পুণ্যার্থীদের ভিড় লেগে থাকে।
Most Read Stories