Maha Shivratri: ভারতেই অবস্থিত দ্বাদশ জ্যোতির্লিঙ্গ কোনগুলি জানেন? দেখুন ছবি

Shiv Jyotirlinga: ভারতের বিভিন্ন স্থানে শিব মন্দির, শিবলিঙ্গ রয়েছে। তবে ১২টি শিব জ্যোর্তিলিঙ্গ খুবই প্রসিদ্ধ। যার মধ্যে রয়েছে, কেদারনাথ, মহাকাল, রামেশ্বরম, ওঙ্কারেশ্বর, মল্লিকার্জুন, কাশী বিশ্বনাথ, ঘৃষ্ণেশ্বর, ত্র্যম্বকেশর, নাগেশ্বর, বিশ্বেশ্বর ও ভীমাশঙ্কর জ্যোর্তিলিঙ্গ। এগুলিতে প্রায় সারা বছরই পুণ্যার্থীদের ভিড় লেগে থাকে।

| Updated on: Mar 09, 2024 | 2:11 PM
মহাকাল জ্যোর্তিলিঙ্গ-  মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে অবস্থিত মহাকাল মন্দির। মাটির নীচে মূল মন্দির, তার উপর রয়েছেন ওঙ্কারেশ্বর শিব।

মহাকাল জ্যোর্তিলিঙ্গ- মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে অবস্থিত মহাকাল মন্দির। মাটির নীচে মূল মন্দির, তার উপর রয়েছেন ওঙ্কারেশ্বর শিব।

1 / 12
কেদারনাথ জ্যোর্তিলিঙ্গ- উত্তরপ্রদেশের গাড়োয়াল জেলায় কেদারনাথ পর্বতের পাদদেশে অবস্থিত কেদারনাথ মন্দির। এই অঞ্চলের নৈসর্গিক শোভা অসাধারণ।

কেদারনাথ জ্যোর্তিলিঙ্গ- উত্তরপ্রদেশের গাড়োয়াল জেলায় কেদারনাথ পর্বতের পাদদেশে অবস্থিত কেদারনাথ মন্দির। এই অঞ্চলের নৈসর্গিক শোভা অসাধারণ।

2 / 12
 শ্রীরামেশ্বরম- তামিলনাড়ুর একেবারে দক্ষিণে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের মিলনস্থলে ধনুষ্কোটিতে অবস্থিত শ্রীরামেশ্বরম মন্দির। হিন্দু মহাকাব্য রামায়ণে এই মন্দিরের উল্লেখ রয়েছে।  এটি সপ্তম জ্যোর্তিলিঙ্গ।

শ্রীরামেশ্বরম- তামিলনাড়ুর একেবারে দক্ষিণে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের মিলনস্থলে ধনুষ্কোটিতে অবস্থিত শ্রীরামেশ্বরম মন্দির। হিন্দু মহাকাব্য রামায়ণে এই মন্দিরের উল্লেখ রয়েছে। এটি সপ্তম জ্যোর্তিলিঙ্গ।

3 / 12
ওঙ্কারেশ্বর জ্যোর্তিলিঙ্গ-মধ্যপ্রদেশের ইন্দোরে নর্মদা নদীর দ্বীপে অবস্থিত ওঙ্কারেশ্বর মন্দির। এখানেই আদি শঙ্করাচার্য দীক্ষা গ্রহণ করেন এবং সিদ্ধিলাভ করেন।

ওঙ্কারেশ্বর জ্যোর্তিলিঙ্গ-মধ্যপ্রদেশের ইন্দোরে নর্মদা নদীর দ্বীপে অবস্থিত ওঙ্কারেশ্বর মন্দির। এখানেই আদি শঙ্করাচার্য দীক্ষা গ্রহণ করেন এবং সিদ্ধিলাভ করেন।

4 / 12
কাশী বিশ্বনাথ- উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত কাশী বিশ্বনাথ খুবই প্রাচীন মন্দির। সারা বছরই এখানে পুণ্যার্থীদের ভিড় থাকে।

কাশী বিশ্বনাথ- উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত কাশী বিশ্বনাথ খুবই প্রাচীন মন্দির। সারা বছরই এখানে পুণ্যার্থীদের ভিড় থাকে।

5 / 12
সোমনাথ জ্যোর্তিলিঙ্গ- গুজরাটে অবস্থিত সোমনাথ জ্যোর্তলিঙ্গ অতি প্রাচীন। সোমনাথের প্রাচীন মন্দির ধ্বংস হওয়ার পর এই নতুন মন্দির তৈরি হয়েছে।

সোমনাথ জ্যোর্তিলিঙ্গ- গুজরাটে অবস্থিত সোমনাথ জ্যোর্তলিঙ্গ অতি প্রাচীন। সোমনাথের প্রাচীন মন্দির ধ্বংস হওয়ার পর এই নতুন মন্দির তৈরি হয়েছে।

6 / 12
ঘৃষ্ণেশ্বর- মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত ঘৃষ্ণেশ্বর জ্যোর্তিলিঙ্গ। এটি বিখ্যাত ইলোরা গুহার একেবারে কাছে অবস্থিত।

ঘৃষ্ণেশ্বর- মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত ঘৃষ্ণেশ্বর জ্যোর্তিলিঙ্গ। এটি বিখ্যাত ইলোরা গুহার একেবারে কাছে অবস্থিত।

7 / 12
বৈদ্যনাথ- ঝাড়খণ্ডের দেওঘড় জেলায় অবস্থিত বৈদ্যনাথ মন্দির। এটিকে পঞ্চম জ্যোতির্লিঙ্গ বলে। এই স্থান বাবা ধাম নামেও পরিচিত।

বৈদ্যনাথ- ঝাড়খণ্ডের দেওঘড় জেলায় অবস্থিত বৈদ্যনাথ মন্দির। এটিকে পঞ্চম জ্যোতির্লিঙ্গ বলে। এই স্থান বাবা ধাম নামেও পরিচিত।

8 / 12
ভীমাশঙ্কর- মহারাষ্ট্রে ঔরঙ্গাবাদে ভীম নদীর তীরে অবস্থিত ভীমাশঙ্কর মন্দির খুবই প্রসিদ্ধ তীর্থক্ষেত্র। এখানে বরাত্রিতে বড় উত্‍সব হয়।

ভীমাশঙ্কর- মহারাষ্ট্রে ঔরঙ্গাবাদে ভীম নদীর তীরে অবস্থিত ভীমাশঙ্কর মন্দির খুবই প্রসিদ্ধ তীর্থক্ষেত্র। এখানে বরাত্রিতে বড় উত্‍সব হয়।

9 / 12
ত্র্যম্বকেশর-মহারাষ্ট্রের নাসিকে অবস্থিত ত্র্যম্বকেশর মন্দির। এই মন্দিরে ব্রহ্মা-বিষ্ণু-শিবের একসঙ্গে মূর্তি রয়েছে।

ত্র্যম্বকেশর-মহারাষ্ট্রের নাসিকে অবস্থিত ত্র্যম্বকেশর মন্দির। এই মন্দিরে ব্রহ্মা-বিষ্ণু-শিবের একসঙ্গে মূর্তি রয়েছে।

10 / 12
নাগেশ্বর-গুজরাটের দ্বারকা কাছের অবস্থিত নাগেশ্বর মন্দির দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম মন্দির। এটি অষ্টম জ্যোর্তিলিঙ্গ।

নাগেশ্বর-গুজরাটের দ্বারকা কাছের অবস্থিত নাগেশ্বর মন্দির দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম মন্দির। এটি অষ্টম জ্যোর্তিলিঙ্গ।

11 / 12
শ্রীমল্লিকার্জুন জ্যোর্তিলিঙ্গ- অন্ধ্রপ্রদেশের তুর্ণুল জেলায় অবস্থিত শ্রীমল্লিকার্জুন মন্দির।  শৈলম পাহাড়ে দিয়ে ঘেরা স্থানে জলবেষ্টিত এই শিব। এটি দ্বিতীয় জ্যোর্তিলিঙ্গ।

শ্রীমল্লিকার্জুন জ্যোর্তিলিঙ্গ- অন্ধ্রপ্রদেশের তুর্ণুল জেলায় অবস্থিত শ্রীমল্লিকার্জুন মন্দির। শৈলম পাহাড়ে দিয়ে ঘেরা স্থানে জলবেষ্টিত এই শিব। এটি দ্বিতীয় জ্যোর্তিলিঙ্গ।

12 / 12
Follow Us: