INS Trikand: ঝড়েছে রক্ত, ভেঙেছে হাড়! মাঝসমুদ্রে পাকিস্তানির প্রাণরক্ষা ভারতীয় নৌসেনার

Avra Chattopadhyay |

Apr 07, 2025 | 1:06 PM

INS Trikand: গত শুক্রবার এমনই ভাবে বিপদের মুখে পড়েছিলেন পাকিস্তানি এক মৎসজীবী। সেই সময় উপকূল থেকে তিনি ছিলেন প্রায় ৬৪০ কিলোমিটার দূর বা ৩৫০ নৌটিকাল মাইল দূরত্বে।

INS Trikand: ঝড়েছে রক্ত, ভেঙেছে হাড়! মাঝসমুদ্রে পাকিস্তানির প্রাণরক্ষা ভারতীয় নৌসেনার
Image Credit source: X

Follow Us

নয়াদিল্লি: মাঝ সমুদ্রে কিছু একটা হয়ে গেলে প্রাণটা রক্ষা করার জন্য কার্যত কেউই থাকে না। এমন অভিজ্ঞতার মুখে হামেশাই পড়তে হয় সমুদ্র ঘুরে বেড়ানো মৎসজীবীদের। তাই সর্বক্ষণ চলতে হয় সমঝে।

গত শুক্রবার এমনই ভাবে বিপদের মুখে পড়েছিলেন পাকিস্তানি এক মৎসজীবী। সেই সময় উপকূল থেকে তিনি ছিলেন প্রায় ৬৪০ কিলোমিটার দূর বা ৩৫০ নৌটিকাল মাইল দূরত্বে। জানা গিয়েছে, একটি ইরানি ট্রলারে কাজ করছিলেন ওই ব্যক্তি। কিন্তু ইঞ্জিনের যন্ত্রাংশের পরিষ্কারের কাজের সময়ই তার আঙুলে গুরুতর চোট লাগে।

তখনই সেই ইরানি ট্রলার থেকে যোগাযোগ করা হয় পাশেই থাকা ভারতীয় নৌসেনার আইএনএস ত্রিকাণ্ডের সঙ্গে। জানানো হয়, তাদের তরীতে গুরুতর ভাবে জখম হয়েছে একজন। সেই ডাকে সাড়া দিয়ে দ্রুত তাদের কাছে পৌঁছে যায় ভারতীয় নৌসেনার জওয়ানরা। মাঝসমুদ্রে যথাযথ চিকিৎসার ব্যবস্থাও করে তারা।

এই প্রসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রক তরফে জানানো হয়েছে, আহত ব্যক্তির শরীরে একাধিক চোটের হদিশ পেয়েছে নৌসেনার জওয়ানরা, ভেঙে গিয়েছিল বেশ কিছু হাড়ও। এছাড়াও, তার আঙুলেও গুরুতর আঘাত লেগেছে, যার জেরে রক্ত ঝড়েছে বলেই জানা গিয়েছে। সেই ট্রলারে জখম পাকিস্তানি নাগরিক ছাড়াও আরও ১০ জন পাকিস্তানি ছিলেন বলেই জানা গিয়েছে। যাদের মধ্য়ে প্রায় প্রত্যেকেই বালোচ।