Operation Sindoor: ঘরে ঘরে জন্মাচ্ছে ‘সিঁদুর’, সেনা অভিযানে আপ্লুত হয়ে চলছে সদ্যোজাতদের নামকরণ
India Pakistan Tensions: সর্বভারতীয় সংবাদমাধ্যম পিটিআই সূত্রে খবর, সেখানকার কুশিনগর মেডিক্যাল কলেজে ৯ থেকে ১০ তারিখের মধ্যে জন্ম নেওয়া ১৭ জন নবজাতকের নামকরণ হয়েছে 'সিঁদুর'।

নয়াদিল্লি: ঘরে ঘরে জন্মাচ্ছে ‘সিঁদুর’। সেনা অভিযানে আপ্লুত হয়ে নিজেদের সদ্যোজাতদের নাম ঠিক এটাই রাখছেন বাবা-মায়েরা। পহেলগাঁও হামলার পর ভারতের প্রত্যাঘাত। সেই দিন বৈসরনে প্রতিটা মহিলার মুছে যাওয়া সিঁদুরের প্রতিশোধ নিতেই ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ময়দানে নামে ভারতীয় সেনা। আর তারপর থেকেই দেশের একাধিক জায়গায় সদ্যোজাত কন্যাদেরও নাম ‘সিঁদুর’ রাখার ধুম পড়ে গিয়েছে বাবা-মায়েদের মধ্যে।
জানা গিয়েছে, খোদ উত্তরপ্রদেশেই ১৭ জন সদ্যোজাত কন্যা সন্তানের নাম ‘সিঁদুর’ রেখেছেন তাদের বাবা-মায়েরা। সর্বভারতীয় সংবাদমাধ্যম পিটিআই সূত্রে খবর, সেখানকার কুশিনগর মেডিক্যাল কলেজে ৯ থেকে ১০ তারিখের মধ্যে জন্ম নেওয়া ১৭ জন নবজাতকের নামকরণ হয়েছে ‘সিঁদুর’।
এই প্রসঙ্গে নিজের সন্তানের নাম অপারেশন সিঁদুরের নামে রাখা নাহার চোপরা গ্রামের প্রিয়ঙ্কা দেবী জানিয়েছেন, ‘সিঁদুর আর কোনও সাধারণ শব্দ নয়। এটা এখন আমাদের আবেগ। তাই আমি নিজের কন্যা সন্তানের নামও সিঁদুর রেখেছি।’ অন্যদিকে, ভাতাহি গ্রামের বাসিন্দা ব্যসমুনি বলছেন, ‘আজ আমার ঘরে মেয়ে এসেছে। যার নাম আমি সিঁদুর রেখেছি। আমি আশা করি, ও এই নামের মানে বুঝবে আর দেশের জন্য কাজ করে যাবে।’
প্রসঙ্গত, ৭ই মে রাত দেড়টা নাগাদ পাকিস্তানে ঢুকে সেখানকার অধিকৃত কাশ্মীর, সিন্ধ ও পঞ্জাব প্রদেশে মাদ্রাসার নামে তৈরি করা জঙ্গি ঘাঁটিগুলি ভেঙে দেয় ভারতীয় বায়ুসেনা। বাছাই করে মোট ন’টি জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয়। খতম করা হয় শতাধিক সন্ত্রাসবাদী। এই হামলায় শেষ হয়ে যায় জইশ-প্রধান জঙ্গি মাসুদ আজহারের গোটা পরিবার।





