Railway: কোল্ড ড্রিঙ্কের দাম শুনে চোখ কপালে! যাত্রীর সঙ্গে তড়িঘড়ি যোগাযোগ করল IRCTC
Railway: অনেকেই অভিযোগ জানিয়েছেন, ১৫ টাকার 'রেল নীর' জলের বোতল ২০ টাকায় বিক্রি করা হচ্ছে। তবে ওই ব্যক্তির দাবি, এখন বিস্কুট এবং কোল্ড-ড্রিঙ্কসও বেশি দামে বিক্রি করা হচ্ছে।

নয়া দিল্লি: ভারতীয় রেলের তরফে যাত্রী স্বাচ্ছন্দ্য ও যাত্রী সুরক্ষার একাধিক ব্যবস্থা রয়েছে। তারপরও কিছু কিছু ক্ষেত্রে বিড়ম্বনায় পড়তে হয় যাত্রীদের। বিশেষ করে ট্রেনে এবং স্টেশনে থাকা বিক্রেতারা যখন বেশি আয়ের চেষ্টা করে ও অতিরিক্ত দাম নেয়, তখন ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা।
সোশ্যাল মিডিয়ায় এই অভিযোগ তুলে পোস্ট করেছিলেন এক যাত্রী। আর তার ভিত্তিতেই আইআরসিটিসি বিস্তারিত জানতে চাইল ওই যাত্রীর কাছে। তবে এটাই প্রথম ঘটনা নয়। এর আগেও অনেক যাত্রী এই সমস্যার সম্মুখীন হয়েছেন।
অনেকেই অভিযোগ জানিয়েছেন, ১৫ টাকার ‘রেল নীর’ জলের বোতল ২০ টাকায় বিক্রি করা হচ্ছে। তবে ওই ব্যক্তির দাবি, এখন বিস্কুট এবং কোল্ড-ড্রিঙ্কসও বেশি দামে বিক্রি করা হচ্ছে। প্রমাণ হিসেবে ওই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় তাঁর করা পেমেন্টের স্ক্রিনশটও দিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে, এক চা বিক্রেতাকে তিনি ৬৫ টাকা পেমেন্ট করেছেন। কিন্তু তাঁর হাতে থাকা কোল্ড ড্রিঙ্কের দাম মাত্র ৪০ টাকা!
এই পুরো বিষয়টা রেলকে জানিয়েছেন তিনি। তিনটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “MRP-র চেয়ে বেশি দাম নেওয়ার কোনও কারণ তাঁদের নেই। দয়া করে এটা একবার দেখুন, বরেলি জংশনের কাছে ১ প্ল্যাটফর্মে একটি দোকানে আমার সঙ্গে এটা ঘটেছিল। আমি পেমেন্ট এবং এমআরপির স্ক্রিনশট দিলাম।”
IRCTC এর উত্তরে লিখেছে, আপনার PNR এবং মোবাইল নম্বর, স্টলের নাম, প্ল্যাটফর্ম নম্বর সরাসরি মেসেজ করে জানান। যদি ট্রেনে MRP-র চেয়ে বেশি দামে জিনিসপত্র বিক্রি করা হয়, তাহলে সেইসব বিক্রেতা বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে IRCTC। এমনকী আইআরসিটিসি, তাদের লাইসেন্সও বাতিল করতে পারে।
