AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Turkish Drone in Pakistan: তুরস্কের সাহায্যেই ভারতে নজরদারি চালাচ্ছে পাকিস্তান? নিষ্ক্রিয় ড্রোনের ময়নাতদন্ত শুরু ভারতীয় সেনার

Turkish Drone in Pakistan: রাত আটটা থেকে ৯টার মধ্যেই সবথেকে বেশি হামলার চেষ্টা করে পাকিস্তান। পশ্চিমী সেনা ঘাঁটিগুলিতে সবথেকে বেশি হামলার চেষ্টা। বারবার বায়ুসীমা পার করার চেষ্টা করে পাক বায়ু সেনা। ৩৬ জায়গায় ৩০০ থেকে ৪০০ ড্রোন হামলারও চেষ্টা হয়েছে।

Turkish Drone in Pakistan: তুরস্কের সাহায্যেই ভারতে নজরদারি চালাচ্ছে পাকিস্তান? নিষ্ক্রিয় ড্রোনের ময়নাতদন্ত শুরু ভারতীয় সেনার
কর্নেল সোফিয়া কুরেশি
| Edited By: | Updated on: May 09, 2025 | 7:40 PM
Share

নয়াদিল্লি: বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে পাকিস্তান। যুদ্ধ বিমান থেকে ড্রোন নিয়ে বারবার ভারতের আকাশসীমা পার করতে গিয়ে মুখ থুবড়ে পড়েছে পাক সেনা। ভারতের একাধিক বড় শহরকে টার্গেট করে ক্ষেপণাস্ত্রও ছোড়ে ভারত। কিন্তু, সবার খেলাই শেষ করে দেয় ভারতের সুদর্শন চক্র এস-৪০০। অন্যদিকে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্খন করে উপত্যাকায় কুপওয়ারা, রৌজরির মতো সেক্টরে পাক গোলাবর্ষণ জারি আছে। সোজা কথায়, ভারতীয় সেনা শান্ত থাকার চেষ্টা করলেও পাক উস্কানি থামছে না।

ইতিমধ্যেই পাকিস্তানের ইসলামাবাদ, লাহোরের মতো ৭ বড় শহরে হানা দিয়েছে ভারতীয় সেনা। এরইমধ্যে এবার ফের সাংবাদিক বৈঠক করলেন ভারতীয় বিদেশ সচিব। সঙ্গে আবার উইং কমান্ডার ভোমিকা সিং, অপরজন কর্নেল সোফিয়া কুরেশি। এই দুই মহিলা অফিসারকেই কয়েকদিন আগে অপারেশন সিঁদুরের ব্রিফিং করতে দেখা গিয়েছিল। এদিনও ফের একবার কীভাবে গত ২৪ ঘণ্টায় পাকিস্তানের সব অপচেষ্টা ব্যর্থ করেছে তার বিশদ ব্যখ্যা দিলেন। 

রাত আটটা থেকে ৯টার মধ্যেই সবথেকে বেশি হামলার চেষ্টা করে পাকিস্তান। পশ্চিমী সেনা ঘাঁটিগুলিতে সবথেকে বেশি হামলার চেষ্টা। বারবার বায়ুসীমা পার করার চেষ্টা করে পাক বায়ু সেনা। ৩৬ জায়গায় ৩০০ থেকে ৪০০ ড্রোন হামলারও চেষ্টা হয়েছে। কিন্তু, সিংহভাগ ক্ষেত্রেই সমস্ত ড্রোনকে ভেঙে গুড়িয়ে দিতে সমর্থ হয় ভারতীয় সেনা। বললেন, কর্নেল সোফিয়া কুরেশি। একইসঙ্গে দিলেন আরও চমকপ্রদ তথ্য। ইতিমধ্যেই পাকিস্তান থেকে উড়ে এসে ভেঙে পড়া ড্রোনগুলির ময়নাতদন্তও শুরু হয়েছে, সোফিয়া বলছেন প্রাথমিক তদন্তে মনে করা হয়েছে এগুলি বেশিরভাগই তুর্কির ড্রোন। তাহলে কী আরও বেশি মাত্রায় তুরস্ক থেকে সামরিক সাহায্য পাচ্ছে পাকিস্তান? উঠছে প্রশ্ন।