Omar Abdullah: আবদুল্লার উলটপুরাণ! কাশ্মীরে দাঁড়িয়ে মোদীর সামনেই ওমরের ‘বন্দনা’

Avra Chattopadhyay |

Jan 13, 2025 | 5:15 PM

Omar Abdullah: সোনমার্গে জেড-মোড় সুড়ঙ্গের উদ্বোধনী অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। মোদী যে নিজের প্রতিশ্রুতি রেখেছেন, তা স্বীকার করে নেন ইন্ডি জোটের শরিক।

Omar Abdullah: আবদুল্লার উলটপুরাণ! কাশ্মীরে দাঁড়িয়ে মোদীর সামনেই ওমরের বন্দনা
কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা
Image Credit source: PTI

Follow Us

সোনমার্গ: অনুচ্ছেদ ৩৭০ বাতিলের সময় এই মোদীর বিরুদ্ধেই তিনি সুর চড়িয়েছিলেন। প্রতিবাদ-বিক্ষোভ-লেলিহান রাজনৈতিক আগুনে তখন পুড়েখাক হয়ে গিয়েছিল কাশ্মীর। এখন তবে পরিস্থিতি অনেকটাই শান্ত। গত বছরই নির্বাচনে জনপ্রতিনিধি বেছে নিয়েছে কাশ্মীরের সাধারণ মানুষ। সুর নরম হয়েছে সেই চটে থাকা ওমর আবদুল্লারও। এখন তাঁর মুখে শুধু মোদীর বন্দনা।

সোনমার্গে জেড-মোড় সুড়ঙ্গের উদ্বোধনী অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। মোদী যে নিজের প্রতিশ্রুতি রেখেছেন, তা স্বীকার করে নেন ইন্ডি জোটের শরিক।

তিনি বলেন, ‘এর আগে আপনি জম্মুতে রেল ডিভিশনের উদ্বোধন করেন। এবার সোনমার্গের সুড়ঙ্গ উদ্বোধন করতেও চলে এলেন সুদূর রাজধানী থেকে। চিন্তা করলেন না দূরত্বের কথা। আপনার এই উদ্দ্যোগ সত্যিই নয়াদিল্লির সঙ্গে কাশ্মীরের দূরত্বকেও একেবারের মতো কমিয়ে দিল।’

শুধু তা-ই নয়, কাশ্মীরে শান্তিপূর্ণ নির্বাচনের কারিগর হিসাবে মোদীকেই স্বীকৃতি দিলেন ওমর। তিনি বলেন, ‘এত বছর পর কাশ্মীর নির্বাচন হল এবং ক্ষমতার অপব্যবহার ছাড়াই শান্তিপূর্ণ নির্বাচনের সাক্ষী থাকল উপত্যকা। যার সম্পূর্ণ স্বীকৃতিটাই প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের।’

এরপরেই জম্মু-কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার কথা প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দেন ওমর। তাঁর কথায়, ‘আমার মনে হয়, আপনি আপনার কথা রাখবেন এবং কাশ্মীরকে পূর্ণ রাজ্যে মর্যাদা ফিরিয়ে দেবেন।’

নির্বাচনে জয় লাভের পর থেকেই রাজনৈতিক সমীকরণ বদলে ফেলেছেন ওমর আবদুল্লা। কেন্দ্রের প্রতি আরও বেশি সহযোগিতাপূর্ণ হয়ে উঠেছেন তিনি। এমনকি, নির্বাচনে জয় লাভের পরই ‘কাশ্মীরের স্বার্থে কেন্দ্রের সঙ্গে সম্পর্ককে আরও মসৃণ করবেন’, বলেই দাবি করেছিলেন তিনি। আর কথা মতোই কাজ।

অন্যদিকে, কেন্দ্রের দিকে ঝোঁক বাড়লেও, শরিক দলদের সঙ্গে বেশ খানিকটা দূরত্ব বেড়েছে ওমরের, এমনটাই দাবি ওয়াকিবহাল মহলের। দিন কয়েক আগেই ইন্ডি জোট ভাঙার কথাও শোনা গিয়েছিল তাঁর মুখে। তিনি বলেছিলেন, ‘জোটে ঐক্য নেই। অভিসন্ধি নেই। কোনও নেতৃত্ব। তাই এই জোটকে ভেঙে দেওয়ার কথাই আমার ভাবা উচিত।’

Next Article