AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Derogatory Posts on Bipin Rawat’s Death: বিপিন রাওয়াতের মৃত্যুর পোস্টে অবমাননাকর ‘ইমোজি’, বরখাস্ত ব্যাঙ্ককর্মী

Derogatory Posts on Bipin Rawat's Death: বরখাস্তের নোটিসে আরও বলা হয়েছে, আফরিন নাকাস নামক ওই কর্মীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তদন্ত করা হবে এবং যথাযথ পদক্ষেপ করা হবে।

Derogatory Posts on Bipin Rawat's Death: বিপিন রাওয়াতের মৃত্যুর পোস্টে অবমাননাকর 'ইমোজি', বরখাস্ত ব্যাঙ্ককর্মী
বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নজর রাখছে পুলিশ।
| Edited By: | Updated on: Dec 11, 2021 | 11:24 AM
Share

শ্রীনগর: গোটা দেশ যখন সর্বাধিনায়ক বিপিন রাওয়াত(Bipin Rawat)-র শোকে মর্মাহত, তখনই সোশ্যাল মিডিয়া(Social Media)-এ রাওয়াতের মৃত্যুর সংবাদে অনুপযোগী ইমোজি রিঅ্যাক্ট (Emoji React) দেওয়ায় জম্মু-কাশ্মীর(Jammu Kashmir)-র এক মহিলা ব্যাঙ্ককর্মীকে বরখাস্ত (Suspend) করা হল। আধিকারিক সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবারই ওই মহিলাকে বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার জম্মু-কাশ্মীর ব্যাঙ্কের মানব সম্পদ বিভাগের তরফে জানানো হয়, হেলিকপ্টার দুর্ঘটনায় প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত সহ ১৩ জনের  মৃত্যু সম্পর্কে ওই মহিলা কর্মী অনুপযুক্ত পোস্ট করায় তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তদন্তও করা হবে।

ব্যাঙ্কের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ে ব্যাঙ্কে যে নিয়মাবলী রয়েছে, তা লঙ্ঘন করায় ওই মহিলাকে বরখাস্ত করা হয়েছে। নিয়মিত সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ে কর্মীদের সতর্ক করতে নির্দেশিকা জারি করা হলেও, ওই কর্মী সেই নির্দেশিকা অমান্য় করেই সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনার একচি পোস্টে অনুপযোগী মন্তব্য করেছেন।

বরখাস্তের নোটিসে আরও বলা হয়েছে, আফরিন নাকাস নামক ওই কর্মীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তদন্ত করা হবে এবং যথাযথ পদক্ষেপ করা হবে।

অন্যদিকে, জম্মু-কাশ্মীরেরই উধমপুর জেলায় বেশ কিছু সামাজিক প্রতিষ্ঠানের তরফেও এক অধ্য়াপকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, ওই অধ্যাপকও সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যু নিয়ে অবমাননামূলক পোস্ট করেছেন। পুলিশের তরফেও অভিযোগ পাওয়ার কথা স্বীকার করা হয়েছে এবং তদন্ত শুরু করা হয়েছে বলে জানানো হয়েছে।

রাজৌরিতেও বুধবার এক ব্য়ক্তিকে গ্রেফতার করে পুলিশ। বিপিন রাওয়াতের দুর্ঘটনার পরই ওই ব্য়ক্তি সোশ্যাল মিডিয়ায় অবমাননাকর পোস্ট করেছিলেন। ওই পোস্ট স্থানীয় বাসিন্দাদের নজরে পড়তেই তারা পুলিশে অভিযোগ জানান এবং রাজৌরি পুলিশ তাঁকে গ্রেফতার করে।

আরও পড়়ুন: Omicron Cases Live Update: ওমিক্রন আতঙ্কে মুম্বইয়ে জমায়েতে নিষেধাজ্ঞা, ব্রিটেনেও বাড়ছে আক্রান্তের সংখ্যা 

গুজরাটেও ৪৪ বছর বয়সী শিবভাই রাম নামক এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বিপিন রাওয়াতকে নিয়ে একটি ফেসবুক পেজে অবমাননাকর পোস্ট করার জন্য। আহমেদাবাদ সাইবার ক্রাইম সেল বৃহস্পতিবারই ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে বলে জানান গিয়েছে। যদিও পুলিশের তরফে জানানো হয়েছে,  প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতের দুর্ঘটনায় মৃত্যুর পরে নয়, তার অনেকদিন আগেই ওই ব্যক্তি অশালীন ও অবমাননাকর পোস্ট করেছিলেন। বিপিন রাওয়াতের মৃত্য়ুর পরই ওই পোস্টটি সাইবার ক্রাইম শাখার নজরে পড়ে।