Omicron Cases Live Update: বাংলাদেশ ফেরত বৃদ্ধ করোনায় আক্রান্ত, কলকাতায় বাড়ছে ওমিক্রনের আতঙ্ক

| Edited By: | Updated on: Dec 12, 2021 | 10:06 AM

Omicron Cases Live Update: শুক্রবার নতুন করে ৭ জন আক্রান্তের খোঁজ মেলায় দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩২-এ।

Omicron Cases Live Update: বাংলাদেশ ফেরত বৃদ্ধ করোনায় আক্রান্ত, কলকাতায় বাড়ছে ওমিক্রনের আতঙ্ক
দেশে ক্রমশ বাড়ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্য়া।

বিশ্বজুড়ে বাড়ছে ওমিক্রনের দাপট, প্রভাব পড়ছে দেশেও। শনিবার নতুন করে ৩ জন আক্রান্তের খোঁজ মেলায় দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩৫-এ। সংক্রমণ রুখতে কড়া নিয়ম জারি করা হয়েছে। বিদেশে নিয়মবিধির পাশাপাশি করোনা টিকার তৃতীয় ডোজ় দেওয়ার চিন্তাভাবনাও শুরু করা হয়েছে। ইতিমধ্যেই ফাইজ়ার সংস্থার তরফে জানানো হয়েছে, তাদের করোনা টিকার তিনটি ডোজ় নিলে ওমিক্রন ভ্যারিয়েন্ট থেকেও সুরক্ষা পাওয়া যাবে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 11 Dec 2021 07:32 PM (IST)

    সাময়িক স্বস্তি! ওমিক্রন-মুক্ত পুনের একরত্তি

    মহারাষ্ট্রের পুনের পিম্পরি এলাকায় দেড় বছরের এক শিশুকন্যা করোনার নতুন স্ট্রেন ওমিক্রনে আক্রান্ত হয়েছিল। আজ সে সুস্থ হয়ে উঠেছে এবং হাসপাতাল কর্তপক্ষ তাঁকে আজ ছুটি দিয়েছে। এর পাশাপাশি, তিন বছর বয়সি এক শিশুর শরীরেও পাওয়া গিয়েছিল ওমিক্রনের খোঁজ। তারও শারীরিক অবস্থাও আপাতত স্থিতিশীল রয়েছে এবং শরীরে ওমিক্রনের কোনও উপসর্গ নেই বলে স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন।

    আরও পড়ুন : Omicron: ওমিক্রন-মুক্ত পুনের একরত্তি, উপসর্গহীন ৩ বছরের শিশুও

  • 11 Dec 2021 06:13 PM (IST)

    আতঙ্কের নাম ওমিক্রন! জেলাওয়াড়ি করোনা পরিস্থিতির উপর বাড়তি নজর দিতে নির্দেশ স্বাস্থ্য মন্ত্রকের

    কেন্দ্র তিনটি রাজ্যের আটটি জেলাকে চিহ্নিত করেছে। এর মধ্যে রয়েছে কেরল, মিজোরাম এবং সিকিম। বিগত দুই সপ্তাহে দেশের মোট আক্রান্তের ১০ শতাংশেরও বেশি করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে এই তিন রাজ্যের আট জেলা থেকে। এর পাশাপাশি অন্য সাতটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ১৯ টি জেলা থেকে গত দুই সপ্তাহে দেশের মোট আক্রান্তের ৫-১০ শতাংশের খোঁজ মিলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ রাজ্যগুলিকে পাঠানো চিঠিতে একগুচ্ছ বিষয়ের উপর জোর দিয়েছেন। বাড়তি নজর দিতে বলা হয়েছে জেলাওয়াড়ি পরিস্থিতির উপর। কোনও এলাকায় করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করলে, সেই ছোট ছোট এলাকাগুলিকে চিহ্নিত করে কনটেইনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করতে হবে।

    আরও পড়ুন : Omicron Preparedness: প্রয়োজনে স্থানীয় স্তরে কনটেইনমেন্ট জ়োন, কেন্দ্রের নজরে ২৭ জেলা

  • 11 Dec 2021 04:15 PM (IST)

    দত্তপুকুরের করোনা আক্রান্ত বৃদ্ধের সোয়াবের নমুনা পাঠানো হচ্ছে জিনোম সিকোয়েন্সের জন্য

    কলকাতায় বাড়ছে ওমিক্রনের আতঙ্ক। করোনায় আক্রান্ত হয়েছেন দত্তপুকুরের বাসিন্দা, ৭৬ বছর বয়সি এক বৃদ্ধ। তাঁর ট্রাভেল হিস্ট্রি থেকে জানা গিয়েছে, সম্প্রতি বাংলাদেশ থেকে ফিরেছেন তিনি। বর্তমানে তিনি বেলেঘাটা আইডি হাসপাতালে আইসোলেশনে রয়েছেন। তাঁর শরীরের নমুনা জিনোম সিকোয়েন্সের জন্য পাঠানো হয়েছে।

  • 11 Dec 2021 03:39 PM (IST)

    একটি ডোজ়ও না থাকলে ঢুকতে পারবেন না ব্যাঙ্ক-শপিং মলে, কড়া সিদ্ধান্ত মাদুরাইতে

    কড়া ব্যবস্থা নিচ্ছে তামিলনাড়ুর মাদুরাই জেলা প্রশাসন। করোনা টিকা না নেওয়া থাকলে রাস্তা-ঘাটে বেরোতে পারবেন না। সোমবার থেকেই এই কড়াকড়ি চালু হয়ে যাচ্ছে মাদুরাইতে। নির্দেশিকা অনুযায়ী, মাদুরাইতে যাঁদের টিকা দেওয়া হয়নি, তাঁরা ন্যায্যমূল্যের দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, সুপার মার্কেট, থিয়েটার, বিয়েবাড়ি, শপিং মল, জামা-কাপড়ের দোকান, ব্যাঙ্ক এবং মদের দোকান সহ অন্যান্য সর্বজনীন স্থানে প্রবেশ করতে পারবেন না।

    আরও পড়ুন : Madurai COVID-19 Restrictions: করোনার কড়াকড়ি! একটি ডোজ়ও না থাকলে ঢুকতে পারবেন না ব্যাঙ্ক-শপিং মলে

  • 11 Dec 2021 02:28 PM (IST)

    তাইওয়ানেও মিলল ওমিক্রন আক্রান্তের খোঁজ

    বিশ্বজুড়ে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে ওমিক্রন ভ্যারিয়েন্ট।এবার তাইওয়ানেও ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলল। শনিবার সে দেশের সরকারের তরফে এই কথা জানানো হয়েছে। আক্রান্ত ওই ব্যক্তি এসওয়াটিনি থেকে এসেছেন বলে জানা গিয়েছে। বর্তমানে তিনি একান্তবাসেই রয়েছেন।

  • 11 Dec 2021 02:25 PM (IST)

    মধ্য প্রদেশে ওমিক্রনে আক্রান্ত দুই শিশু

    মধ্য প্রদেশেও থাবা বসাল ওমিক্রন ভ্যারিয়েন্ট। ইন্দোরের দুই শিশুর জিনোম সিকোয়েন্সিংয়ে ওমিক্রন ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, পাঁচ দিন আগেই তারা নাইজেরিয়া থেকে ভারতে এসেছেন।

  • 11 Dec 2021 12:28 PM (IST)

    ৫৯টি দেশে ছড়িয়ে পড়ল ওমিক্রন

    নভেম্বরের শেষভাগে দক্ষিণ আফ্রিকায় প্রথম খোঁজ মিলেছিল ওমিক্রন ভ্যারিয়েন্ট। এক মাস কাটার আগেই বিশ্বের ৫৯টি দেশে ছড়িয়ে পড়ল অতি সংক্রামক এই ভ্যারিয়েন্ট। দক্ষিণ আফ্রিকা, ব্রিটেন ও ডেনমার্কেই সর্বাধিক ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে।

  • 11 Dec 2021 12:25 PM (IST)

    ডিসেম্বরেই করোনা আক্রান্ত বিদেশ ফেরত ৯০ যাত্রী

    গোটা বিশ্বেই যে ফের একবার করোনা সংক্রমণ বাড়ছে, তার প্রমাণ মিলছে দেশের বিমানবন্দরগুলিতেই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ১ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বরের মধ্যে বিদেশ ফেরত ৯০ জন যাত্রী করোনা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৮০ জনই আবার ঝুঁকিপূর্ণ দেশ থেকে এসেছেন।

  • 11 Dec 2021 12:20 PM (IST)

    একদিনে ৯ শতাংশ কমল সংক্রমণ, একলাফে মৃত্যু কমে ৩৯৩

    কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯৯২ জন। গতকাল সেই সংখ্যাটা ছিল ৮ হাজার ৫০৩ জন। যা গতকালের তুলনায় অনেকটাই কম। একদিনে করোনার বলি হয়েছেন ৩৯৩জন। একদিনে সক্রিয় রোগীর সংখ্যা ১ হাজার ৬৬৬ জন। মোট ৯৩ হাজার ২৭৭ জন আক্রান্ত হয়েছেন। এদিকে, দেশে ৯ হাজার ২৬৫ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ৪১ লাখ ১৪ হাজার ৩৩১ জন করোনাকে হারিয়ে বাড়ি ফিরেছেন।

    আরও পড়ুন: Corona Outbreak: একদিনে ৯ শতাংশ কমল সংক্রমণ, একলাফে মৃত্যু কমে ৩৯৩

  • 11 Dec 2021 12:09 PM (IST)

    ওমিক্রন আক্রান্ত জিম্বাবোয়ে ফেরত যাত্রীও

    রাজধানীতে বাড়ল ওমিক্রন (Omicron) আক্রান্তের সংখ্যা। সম্প্রতি জিম্বাবোয়ে (Zimbabwe) থেকে আগত এক যাত্রীর করোনা রিপোর্ট পজেটিভ আসার পরই জিনোম সিকোয়েন্সিং(Genome Sequencing)-র জন্য পাঠানো হয়েছিল। শনিবার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্য়েন্দর জৈন (Satyendar Jain) জানান, ওই ব্য়ক্তিও ওমিক্রন ভ্য়ারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩-এ।

  • 11 Dec 2021 10:33 AM (IST)

    ওমিক্রন আক্রান্তদের হাসপাতাল থেকে ছাড়ার ক্ষেত্রেও নয়া নির্দেশিকা কর্নাটক সরকারের

    রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতেই নতুন নির্দেশিকা জারি করল কর্নাটক সরকার। আগেই হোস্টেল ও কলেজে করোনা সংক্রমণ নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছিল। এবার ওমিক্রনে আক্রান্ত রোগীদের জন্যও নয়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। নতুন নির্দেশিকা অনুযায়ী, যে সমস্ত রোগীদের মৃদু বা মাঝারি উপসর্গ রয়েছে, তাদের উপসর্গ দেখা দেওয়ার ১০ দিন পর হাসপাতাল থেকে ছাড়া হবে। এক্ষেত্রে রোগীর অক্সিজেন মাত্রা ৯৫ শতাংশ থাকতে হবে টানা চারদিন ধরে। এছাড়াও টানা তিনদিন উপসর্গহীন হতে হবে তাদের। হাসপাতাল থেকে ছাড়ার ২৪ ঘণ্টা আগে দুটি আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্টই নেগেটিভ আসতে হবে।

  • 11 Dec 2021 09:45 AM (IST)

    মহারাষ্ট্রে বাড়ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা

    শুক্রবারই দেশে নতুন করে সাতজন ওমিক্রনে আক্রান্তের খোঁজ মিলেছে। এদের মধ্যে মহারাষ্ট্রের বাসিন্দা তিনজন। এই নিয়ে দেশে নয়া ভ্য়ারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩২-এ দাঁড়াল। ওমিক্রন নিয়ে উদ্বেগ বাড়ার মাঝেই মুম্বই পুলিশের (Mumbai Police) তরফে আগামী দুই দিনের জন্য বড় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Published On - Dec 11,2021 9:42 AM

Follow Us: