Jaya Bachchan: ‘আপনার টোন ঠিক ছিল না নেই… বডি ল্যাঙ্গোয়েজ আমি বুঝি’, কেন এমন রেগে আগুন জয়া বচ্চন

Aug 09, 2024 | 7:25 PM

Jaya Bachchan: কিন্তু জয়া বচ্চনের অভিযোগ অস্বীকার করে, ধনখড় বোঝাতে শুরু করেন, সংসদের অন্দরে ডেকোরাম বজায় রাখা কতটা জরুরি। জগদীপ ধনখড় বলেন, "জয়া জি আপনি অনেক খ্যাতি অর্জন করেছেন। কিন্তু প্রত্যেকদিন আমি একই কথা বলতে পারব না। এটা কোনও স্কুল নয়।"

Jaya Bachchan: আপনার টোন ঠিক ছিল না নেই... বডি ল্যাঙ্গোয়েজ আমি বুঝি, কেন এমন রেগে আগুন জয়া বচ্চন
জয়া বচ্চন

Follow Us

নয়া দিল্লি: চোখে-মুখে বিরক্তি নিয়েই বক্তব্য পেশ করতে উঠলেন জয়া বচ্চন। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের সঙ্গে ফের একবার বাদানুবাদ চলল এদিন। জয়া বচ্চনের বক্তব্যের পর শুক্রবার সংসদের পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ওয়াকআউট করে ন বেরিয়ে যান বিরোধী দলের সাংসদরা। রাজ্যসভায় রীতিমতো বিক্ষোভ দেখান তাঁরা। কয়েকদিন আগেই অভিনেত্রী তথা সাংসদকে জয়া অমিতাভ বচ্চন বলে সম্বোধন করায় ক্ষোভ উগরে দিয়েছিলেন জয়া বচ্চন। আর এবার রীতিমতো তরজা চলল সংসদের উচ্চকক্ষে।

বক্তব্য রাখতে উঠেই এদিন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন বলেন, ‘আপনার কথা বলার টোন ঠিক ছিল না।’ এভাবে কথা বলার জন্য ক্ষমা চাইতে হবে বলেও দাবি জানান সাংসদ। তাঁর অভিযোগ, এদিন কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে যখন বক্তব্য রাখছিলেন, তখন তাঁর সঙ্গে খারাপ স্বরে কথা বলেছেন ধনখড়। শুধু তাই নয়, খাড়গের মাইক বন্ধ করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। জয়া বচ্চনের কথা শুনে রেগে যান ধনখড়।

সেখানেই থেমে যাননি জয়া। তিনি আরও বলেন, “আমি একজন শিল্পী। আমি মানুষের দেহের ভাষা বুঝতে পারি। কিন্তু আপনার টোন ঠিক ছিল না। আমরা আপনার সহকর্মী।”

কিন্তু জয়া বচ্চনের অভিযোগ অস্বীকার করে, ধনখড় বোঝাতে শুরু করেন, সংসদের অন্দরে ডেকোরাম বজায় রাখা কতটা জরুরি। জগদীপ ধনখড় বলেন, “জয়া জি আপনি অনেক খ্যাতি অর্জন করেছেন। কিন্তু প্রত্যেকদিন আমি একই কথা বলতে পারব না। এটা কোনও স্কুল নয়।” জয়া বচ্চনকে কার্যত ভর্ৎসনার সুরে তিনি বলেন, “আপনি যে কেউ হতে পারেন, সেলিব্রিটিও হতে পারেন, কিন্তু ডেকোরাম মানতেই হবে।”

সাংসদরা বিক্ষোভ দেখাতে শুরু করতেই ধনখড় বলেন, আমাকে তো পরিস্থিতি সামলাতেই হবে। সাংসদরা কক্ষ থেকে বেরিয়ে যেতে শুরু করলে ধনখড় বলেন, আপনারা আপনাদের দায়িত্ব ছেড়ে চলে যাচ্ছেন। ধনখড়ের সঙ্গে যেভাবে কথা বলেছেন জয়া বচ্চন, তাতে ক্ষুব্ধ বিজেপির অন্যান্য সাংসদরাও।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Next Article