Jharkhand Minister: মহিলার সঙ্গে কংগ্রেস মন্ত্রীর ‘অশ্লীল’ কথাবার্তার ভিডিয়ো ভাইরাল, পদত্যাগের দাবি বিজেপির
Jharkhand Minister: সম্প্রতি ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রীর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে তাঁকে এক মহিলার সঙ্গে 'অশ্লীল' কথাবার্তা বলতে দেখা গিয়েছে। এবার কংগ্রেসের এই মন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছে বিজেপি।
রাঁচি: সোশ্যাল মিডিয়ায় ‘কীর্তি’ ফাঁস হল ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী (Jharkhand Health Minister) তথা কংগ্রেস নেতা বন্না গুপ্তের। ভিডিয়ো কলে এক মহিলার সঙ্গে ‘অশ্লীল’ কথা বলছেন ওই কংগ্রেস নেতা (Congress Leader)। এই কলের একটি ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিজেপিও এই ভিডিয়োকে সামনে রেখে কংগ্রেসকে তোপ দেগেছে। পাশাপাশি অবিলম্বে এই মন্ত্রীর পদত্যাগের দাবি করেছে। তবে সোশ্য়াল মিডিয়ার এই ভাইরাল ভিডিয়োকে ভুয়ো বলেছেন কংগ্রেস মন্ত্রী। তিনি বলেছেন, এই কারসাজি করা ভিডিয়ো প্রচার করে বিরোধী রাজনৈতিক দলগুলি তাঁর ভাবমূর্তি খারাপ করার চেষ্টা করছে।
বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এই কংগ্রেস নেতার এই ভিডিয়ো টুইটারে শেয়ার করে কংগ্রেসের উপর তোপ দেগেছেন। ১৯ সেকেন্ডের এই ভিডিয়ো পোস্ট করে তিনি বলেছেন, এই ভিডিয়োতে কংগ্রেসের আসল চেহারা সামনে এসেছে। তিনি টুইটে লিখেছেন, “এটাই ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী বন্না গুপ্তজির আসল বিষয়। এটাই কংগ্রেসের চরিত্র। মহিলাদের মর্যাদা নিয়ে খেলে কংগ্রেসের কর্মী সুশীল শর্মা নিজের স্ত্রীকে পুড়িয়ে দিচ্ছেন। যদি গান্ধী পরিবার বিষয়টি বুঝতে পারত। যদি এই ঘটনা সত্যি হয় তাহলে কংগ্রেসের লজ্জায় ডুবে যাওয়া উচিত।”
यह है @INCIndia का चरित्र,झारखंड के स्वास्थ्य मंत्री बन्ना गुप्ता जी का यह तथाकथित माजरा है।महिलाओं के इज़्ज़त से खेलना,कॉंग्रेस कार्यकर्ता सुशील शर्मा का अपने पत्नी को तंदूर में जलाना,काश गॉंधी परिवार समझ पाता,यदि यह सही है तो कॉंग्रेस के लिए डूब मरने वाली बात है pic.twitter.com/5Wg3EOcivu
— Dr Nishikant Dubey (@nishikant_dubey) April 23, 2023
এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই কংগ্রেসের মন্ত্রীর ব্যাখ্যা, এটি একটি ষড়যন্ত্রের অংশ এবং পুলিশের কাছে এই মর্মে অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি বলেন, “এটা স্পষ্ট দেখা দেখা যাচ্ছে যে ভিডিয়োটি এডিট করা হয়েছে। আমি এই বিষয়ে একটি এফআইআর দায়ের করেছি এবং পুলিশ শীঘ্রই এর তদন্ত করবে। যারা আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে আমি আইনি পথে ব্যবস্থা নেব।”
মন্ত্রীর পদত্যাগ ও তদন্তের দাবি বিজেপির:
এই ঘটনায় কংগ্রেসকে তোপ দেগে তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। তাদের দাবি, এই ভিডিয়ো ভুয়ো না আসল তা জানার জন্য তদন্তের নির্দেশ দিক মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। বিজেপি নেতা প্রতুল সাহ দেও বলেছেন, “স্বাস্থ্যমন্ত্রীর ভাইরাল ভিডিয়োটি অত্যন্ত আপত্তিকর। যদিও ক্লিপটির সত্যতা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে আমরা জানতে চাই এটি আসল নাকি নকল। যেহেতু তিনি মুখ্যমন্ত্রীর (হেমন্ত সোরেন) নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভার সদস্য, তাই ক্লিপটি আসল নাকি ভুয়ো তা খুঁজে বের করার জন্য তদন্তের নির্দেশ দেওয়া মুখ্যমন্ত্রীর দায়িত্ব।” তিনি বলেন, ভিডিয়োটি সত্য প্রমাণিত হলে মন্ত্রীর পদত্যাগ করা উচিত। কিন্তু যদি এটি ভুয়ো হয় তবে ব্যবস্থা নেওয়া উচিত এবং পুরো ষড়যন্ত্রটি উন্মোচন করা উচিত। তবে এর জন্য অবিলম্বে তদন্ত প্রয়োজন।