Kalyan Banerjee: ‘আদানি আর মোদী ছাড়া ওই মহিলার আর কোনও ইস্যু নেই…’, কল্যাণের মুখে ‘পরমাণু বোমা’
Kalyan Banerjee: সম্প্রতি নির্বাচন কমিশনের দফতরে এক মহিলা সাংসদের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় বাদানুবাদে জড়িয়ে পড়েন। দলের এক মহিলা সাংসদকে কটূক্তি করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এরপরই মুখ খুললেন কল্যাণ।

নয়া দিল্লি: দলের এক মহিলা সাংসদের সঙ্গে কার্যত ‘চুলোচুলি’র পরিস্থিতি তৈরি হয়েছিল সাংসদ কল্যাণ বন্দ্য়োপাধ্য়ায়ের। সেই ঘটনা প্রকাশ্যে আসার পর কল্যাণ বন্দ্য়োপাধ্যায়ের দাবি, ওয়াকফ বিল নিয়ে বলতে দেওয়া হয়নি বলে নাকি ওই মহিলা সাংসদের রাগ। শ্রীরামপুরের সাংসদ প্রশ্ন তুলেছেন, ওই মহিলা এমপি শুধু আদানি আর নরেন্দ্র মোদী ছাড়া আর কারও বিরুদ্ধে কথা বলেন না কেন!
কল্যাণ সাংবাদিক বৈঠকে বলেন, “সেই মহিলার কোনও ইস্যু নেই আদানি আর মোদী ছাড়া। বাংলার কোনও নেতা সম্পর্কে কিছু বলে না।” আরও বলেন, “ওর রাগ হচ্ছে ওয়াকফ নিয়ে বলত দিইনি কেন। তুমি একটা ইস্যুতে বলতে ১৮ মিনিট নাও। আর আমি ওয়াকফ নিয়ে বলতে ৩৫ মিনিট নেব না? দেশের অনেক মানুষ বসে থাকে, আমি কী বলি, তা শোনার জন্য।”
এরপরই সাংসদ সম্পর্কে প্রশ্ন তুলে কল্যাণ বলেন, “উনি আদানি সম্পর্কে বলেন, নরেন্দ্র মোদী সম্পর্কে বলেন। অমিত শাহ সম্পর্কে বলেন না, রাজনাথ সিং, পীযূষ গোয়েলের বিরুদ্ধে কথা বলেন না। আমার তো অনেক কিছু সন্দেহ হয়।” উল্লেখ্য, সম্প্রতি ওয়াকফ বিল পাশ হওয়ার দিন তৃণমূলের পক্ষে বিতর্কে অংশ নেন কল্যাণ।
