National Education Policy: জাতীয় শিক্ষানীতির তিন বছরে মোদীকে ধন্যবাদ কচিকাঁচাদের
ভিডিয়োয় দেখা যাচ্ছে, কিন্ডারগার্টেনের পড়ুয়ারা জাতীয় শিক্ষানীতি চালুর জন্য ধন্যবাদ জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

নয়াদিল্লি: দেশের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে জাতীয় শিক্ষানীতি চালু করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদীর নেতৃত্বাধীন সরকার। প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত পড়াশোনার পাঠ্যক্রম ঢেলে সাজানোর প্রক্রিয়া চলছে। নতুন শিক্ষানীতিতে মাতৃভাষায় শিক্ষা দেওয়ার বিষয়েও জোর দেওয়া হয়েছে। সেই নীতির তিন বছর পূর্তি হিসাবে একটি ভিডিয়ো নিজের টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, কিন্ডারগার্টেনের পড়ুয়ারা জাতীয় শিক্ষানীতি চালুর জন্য ধন্যবাদ জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
সেই ভিডিয়ো টুইট করে ধর্মেন্দ্র প্রধান লিখেছেন, “সব ডানা মেলে দাও, মুক্ত আকাশে উড়ে যাও। খেলো, লাফাও, শেখো, ভারতের গৌরব বাড়াও। আমাদের কিন্ডারগার্টেনের বন্ধুদের স্বপ্ন আপনাকেও পুলকিত করবে। জাতীয় শিক্ষানীতির তিন বছর পূর্তিতে মোদীকে ধন্যবাদ জানাল ছোট্ট বন্ধুরা।”
फैला कर सारे पंख, उड़ेंगे खुले आसमान में खेलेंगे-कूदेंगे, सीखेंगे, भारत का मान बढ़ाएँगे॥
बालवाटिका के हमारे इन नन्हें मित्रों के सपने और इनकी प्रतिभा आपको भी आनंदित करेगी। #3YearsOfNEP पर प्रधानमंत्री @narendramodi जी के लिए नन्हें दोस्तों का संदेश। pic.twitter.com/BSwZFgaxLh
— Dharmendra Pradhan (@dpradhanbjp) July 28, 2023
ধর্মেন্দ্র প্রধানের শেয়ার করা ভিডিয়োয় দেখা যাচ্ছে, কিন্ডারগার্টেন স্তরের পড়ুরাদের। কখনও তারা একা বা কখনও দল বেঁধে জাতীয় শিক্ষানীতির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাচ্ছে। কচিকাঁচাদের মুখে ভাঙা উচ্চারণে মোদীকে ধন্যবাদ বার্তা শুনতে সত্যিই মন ভরে গিয়েছে নেটিজেনদের।





