ভারতীয় রেলের এই ট্রেন থামিয়ে দিতে পারে বন্দে ভারতকেও, গতি ঘণ্টায় ১৬০ কিমি

Nov 04, 2024 | 11:19 PM

Indian Rail: এই রিলিফ ট্রেনের গুরুত্ব বন্দে ভারত বা রাজধানী এক্সপ্রেস এর থেকেও বেশি। ট্রেনের গতি ও প্রায় বন্দে ভারতের কাছাকাছি। অন্যান্য ট্রেন থামিয়ে দিয়ে দ্রুত এই ট্রেন ঘটনাস্থলের দিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।

ভারতীয় রেলের এই ট্রেন থামিয়ে দিতে পারে বন্দে ভারতকেও, গতি ঘণ্টায় ১৬০ কিমি
ফাইল চিত্র।
Image Credit source: Getty Image

Follow Us

নয়া দিল্লি: যাত্রী সুরক্ষার জন্য নিত্য-নতুন ব্যবস্থা আনছে রেল। প্রতিনিয়ত অত্যাধুনিক ট্রেন, প্রযুক্তি, বিভিন্ন ধরনের অ্যাপ সামনে এনে যাত্রী স্বাচ্ছন্দ্যের দিকেও নজর দেওয়া হচ্ছে। সঙ্গে সঙ্গে বাড়ছে ট্রেনের গতি। সেই রেলে এমন একটি ট্রেনের কথা অনেকেই জানেন না, যার গুরুত্ব রাজধানী বা বন্দে ভারত এক্সপ্রেসের থেকেও বেশি। গতিও বন্দে ভারত এক্সপ্রেসের কাছাকাছি।

রেল ট্র্যাকে কোনও দুর্ঘটনা ঘটলে তৎপর থাকে রেল। খবর পেলেই তৎক্ষণাৎ রওনা হয় অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন এবং অ্যাক্সিডেন্ট রিলিফ মেডিক্যাল ট্রেন। কোনও দুর্ঘটনা ঘটলে আহত যাত্রীরা যাতে দ্রুত চিকিৎসা পায় এবং অন্যান্য যাত্রীদের যাতে দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় তার জন্য রেল এনেছে সেলফ প্রোপেল্ড অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন। সেই ট্রেনের গতি ১৬০ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত উঠতে পারে। যে কোনও ঘটনায় উদ্ধারকাজ সমস্ত দায়িত্ব নেয় রেল। তাই সেখানে যাতে কোনও বাধা না আসে তার সমস্ত প্রস্তুতি রয়েছে রেলের।

তাই এই রিলিফ ট্রেনের গুরুত্ব বন্দে ভারত বা রাজধানী এক্সপ্রেস এর থেকেও বেশি। ট্রেনের গতি ও প্রায় বন্দে ভারতের কাছাকাছি। অন্যান্য ট্রেন থামিয়ে দিয়ে দ্রুত এই ট্রেন ঘটনাস্থলের দিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।

এছাড়াও ভারতীয় রেলের কাছে রয়েছে ৯০ টি ব্রেক ডাউন ক্রেন। ইতিমধ্যেই পুরনো রিলিফ মেডিকেল ভ্যানগুলি অ্যাক্সিডেন্ট রিলিফ মেডিক্যাল ভ্যান ব্যবহার করতে শুরু করেছে রেল। বর্তমানে উদ্ধার কাজের জন্য যে ট্রেনগুলি রয়েছে সেগুলির গতি ১১০ কিলোমিটার প্রতি ঘন্টা। তার পরিবর্তেই আনা হচ্ছে এই উচ্চগতির ট্রেন।

Next Article