AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Joe Biden: বাইডেনের সঙ্গে আসছে ১২ কোটির ‘দ্য বিস্ট’, বোমা-গুলিতেও কিচ্ছু হবে না

The Beast: এটাই বিশ্বের সবথেকে নিরাপদ গাড়ি। এই গাড়িতে সওয়ার হলে গায়ে আঁচড় পর্যন্ত লাগবে না! লেট-প্রুফ কাঁচ তো আছেই, রয়েছে টিয়ার গ্যাস ডিসপেনসার পর্যন্ত।

Joe Biden: বাইডেনের সঙ্গে আসছে ১২ কোটির 'দ্য বিস্ট', বোমা-গুলিতেও কিচ্ছু হবে না
The Beast
| Edited By: | Updated on: Sep 07, 2023 | 7:18 AM
Share

নয়া দিল্লি: জি ২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে যে ১৯ জন রাষ্ট্রনেতা ভারতে আসছেন, তাঁদের মধ্যে অন্যতম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী ৭ সেপ্টেম্বর ভারতের মাটিতে পা রাখবেন তিনি। প্রেসিডেন্টের সঙ্গেই থাকবে তাঁর নিজস্ব নিরাপত্তা। নিরাপত্তা মানে কেবল কয়েকজন নিরাপত্তারক্ষীই নন, অস্ত্র-গাড়ি থেকে আস্ত কন্ট্রোল রুম, সবটাই হবে নিরাপত্তার অন্তর্ভুক্ত। নিজস্ব বিমান, হেলিকপ্টার ছাড়াও থাকবে বেশ কয়েকটি গাড়ি। তার মধ্যে অন্যতম ‘দ্য বিস্ট।’

প্রেসিডেন্টের জন্য বিশেষভাবে তৈরি গাড়ির ডাকনাম হল ‘দ্য বিস্ট।’ জানা যায়, এটাই বিশ্বের সবথেকে নিরাপদ গাড়ি। এই গাড়িতে সওয়ার হলে গায়ে আঁচড় পর্যন্ত লাগবে না! বুলেট-প্রুফ কাঁচ তো আছেই, রয়েছে টিয়ার গ্যাস ডিসপেনসার পর্যন্ত। গাড়ির চাকা কখনও নষ্ট হয় না।

এই গাড়ির সামনের দরজা ৫ ইঞ্চি পুরু, আর পিছনের দরজা ৮ ইঞ্চি। রয়েছে পাঁচখানা কাঁচের স্তর। সেগুলি পেরিয়ে বোমাও আঘাত করতে পারবে না। রয়েছে টিয়ার গ্যাস বেরনোর মেশিন, জিপিএস, নাইট ভিশন মেশিন। প্রেসিডেন্টের গ্রুপ মিলিয়ে গাড়িতে রাখা হয় ২ বোতল রক্তও। গাড়ির মধ্যে থাকে অক্সিজেনের ব্যবস্থা। গাড়িতে রয়েছে প্যানিক বাটন, যা দিয়ে পেন্টাগনের সঙ্গে সংযোগ রাখা যায় সবসময়।

এই গাড়ির ওজন ২০০০ পাউন্ড। এটি একটি লিমুজিন হলেও এতে মাত্র ৭ জন একসঙ্গে বসতে পারেন। ২০১৮ সালে আমেরিকার জেনারেল মোটরসের তৈরি করা গাড়িতে যুক্ত হয়েছে একের পর এক বৈশিষ্ট্য। এই গাড়ির দাম মার্কিন ডলারে ১৫ লক্ষের বেশি। আর ভারতীয় মুদ্রায় এর দাম প্রায় ১২ কোটি টাকা।