West Bengal News Today Live: আজ সাংবাদিকদের মুখোমুখি শাহ, বাঁকুড়ায় সভা মমতার, দিল্লি যাচ্ছেন অভিষেক
Breaking News in Bengali Live Updates: দিনভর নজর থাকবে শাহি সফরে। কী বার্তা নিয়ে বাংলায় এসেছেন অমিত শাহ? মতুয়াদের নাগরিকত্বের বিষয়টিকে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে, এসব ক্ষেত্রে নজর থাকছে রাজনৈতিক মহলের। অন্যদিকে, কর্মসূচি রয়েছে মমতারও। এদিকে, মঙ্গলবার শুনানির চতুর্থ দিন পশ্চিমবঙ্গে।

LIVE NEWS & UPDATES
-
খালেদা জিয়ার মৃত্যুতে শোকপ্রকাশ মমতার
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অন্যতম জননেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমি শোকাহত।
আমি তাঁর শোকসন্তপ্ত পরিবার,বন্ধুবান্ধব ও তাঁর রাজনৈতিক সহকর্মীদের আমার সমবেদনা জানাচ্ছি।
Saddened by the demise of Begum Khaleda Zia, former Prime Minister of Bangladesh and a…
— Mamata Banerjee (@MamataOfficial) December 30, 2025
-
কমিশনের সঙ্গে সংঘাত চরমে, দিল্লি যাচ্ছেন অভিষেক
- আজ মঙ্গলবার দিল্লি যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- পাঁচ দফা প্রশ্ন নিয়ে নির্বাচন সদনে যাবেন অভিষেক। উত্তর না পেলে কমিশন ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন।
- অভিষেকের প্রশ্ন, বাদ যাওয়া ৫৮ লক্ষের মধ্যে কতজন বাংলাদেশি? কত জন রোহিঙ্গা?
- ত্রিপুরা মেঘালয়ে কেন এসআইআর নয়, জানতে চাইবেন অভিষেক। অন্য রাজ্যে কেন মাইক্রো অবজারভার নিয়োগ করা হচ্ছে না, সেই প্রশ্নও তুলবেন সাংসদ।
-
-
আজ বাঁকুড়ায় তৃণমূল সুপ্রিমো
- জেলায় জেলায় রাজনৈতিক সফর শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- আজ মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়া বিধানসভা এলাকায় জনসভা করার কথা তাঁর।
- এদিন দুপুরে হাওড়ার ডুমুরজলা থেকে হেলিকপ্টারে রওনা হবেন তিনি, বিকেলেই কলকাতায় ফিরবেন মমতা।
- জনসভা থেকে এসআইআর নিয়ে সুর চড়াবেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।
-
সাংবাদিকদের মুখোমুখি হবেন শাহ
- বিধানসভা ভোটের মুখে শাহের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলার জন্য কী বার্তা এনেছেন, সেদিকে নজর সব মহলের।
- মঙ্গলবার দুপুর ১২টা সাংবাদিকদের মুখোমুখি হবেন অমিত শাহ। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসতে পারে সেখানে।
- এরপর বঙ্গ বিজেপির বাছাই করা নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। বুঝে নেবেন বাংলার পরিস্থিতি। আগামিদিনে কী রণকৌশল হবে গেরুয়া শিবিরের, সেটাই ঠিক করে নিতে পারেন তিনি।
- বুধবার সাংসদ ও বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন, দলীয় কর্মীদের সঙ্গেও কথা বলবেন বলে এক্স হ্যান্ডেলে জানিয়েছেন অমিত শাহ।
पश्चिम बंगाल परिवर्तन के लिए पूरी तरह तैयार है।
तीन दिवसीय पश्चिम बंगाल प्रवास के लिए कोलकाता पहुँचा। एयरपोर्ट पर कार्यकर्ताओं के इस स्नेह से अभिभूत हूँ।
পশ্চিমবঙ্গ পরিবর্তনের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। তিনদিনের পশ্চিমবঙ্গ সফরে কলকাতায় পৌঁছেছি। বিমানবন্দরে কর্মী সমর্থকদের… pic.twitter.com/bqQ0Z6FS1T
— Amit Shah (@AmitShah) December 29, 2025
আজ মরসুমের শীতলতম দিন। ১২ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা। তবে ভোটের পারদ ক্রমশ চড়ছে। তিনদিনের সফরে সোমবারই কলকাতায় পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নেতা-কর্মীদের সঙ্গে দেখা করবেন তিনি। পাশাপাশি সাংবাদিক বৈঠক করার কথাও আছে তাঁর। অন্যদিকে, বাঁকুড়ার জনসভায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Published On - Dec 30,2025 9:10 AM
