L K Advani on Ram Mandir: ‘মোদীকে বেছে নিয়েছেন রামই’, মন্দির উদ্বোধনের আগে অভিনন্দন আদবাণীর

Jan 13, 2024 | 9:58 AM

L K Advani on Modi: লালকৃষ্ণ আদবাণী রাম মন্দির উদ্বোধনের সময় উপস্থিত থাকবেন কি না, তা আগে নিশ্চিত ছিল না। তবে সম্প্রতি বিশ্ব হিন্দু পরিষদের নেতা অলোক কুমার জানিয়েছেন, বর্ষীয়ান বিজেপি নেতা তথা প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী উপস্থিত থাকবেন ২২ জানুয়ারি।

L K Advani on Ram Mandir: মোদীকে বেছে নিয়েছেন রামই, মন্দির উদ্বোধনের আগে অভিনন্দন আদবাণীর
মোদীকে অভিনন্দন আদবাণীর
Image Credit source: GFX- TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: অযোধ্যায় যে এক দিন রাম মন্দির তৈরি হবে, তা অনেক আগে থেকে নির্ধারিত ছিল। রাম মন্দির উদ্বোধনের আগে একথাই বললেন বিজেপি নেতা লালকৃষ্ণ আদবাণী। তাঁর মতে, কোন ভক্তের হাতে তৈরি হবে রাম মন্দির, তা নিজেই ঠিক করে রেখেছিলেন রামই। আগামী ২২ জানুয়ারি, যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করবেন, সে দিন উপস্থিত থাকবেন আদবাণী। সম্প্রতি ‘রাষ্ট্রধর্ম’ নামে একটি পত্রিকায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন আদবাণী। একসময় তিনি যে রথযাত্রা করেছিলেন,সে কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। সেই সময় তাঁর জীবনে কী কী অভিজ্ঞতা হয়েছিল, সেটাও ভাগ করে নিয়েছেন সম্প্রতি।

আদবাণী বলেছেন, ‘কোন ভক্ত রামের মন্দির তৈরি করবে, কার তত্ত্বাবধানে হবে, তা ঠিক করে রেখেছেন রামই।’ প্রধানমন্ত্রী সম্পর্কে আদবাণী বলেছেন, “আজ তিনি যখন মন্দির উদ্বোধন করবেন, তখন তিনি গোটা দেশের মানুষের প্রতিনিধিত্ব করবেন।”

লালকৃষ্ণ আদবাণী রাম মন্দির উদ্বোধনের সময় উপস্থিত থাকবেন কি না, তা আগে নিশ্চিত ছিল না। তবে সম্প্রতি বিশ্ব হিন্দু পরিষদের নেতা অলোক কুমার জানিয়েছেন, বর্ষীয়ান বিজেপি নেতা তথা প্রাক্তন স্বরাষ্ট্র মন্ত্রী উপস্থিত থাকবেন ২২ জানুয়ারি।

১৯৯০ সালে গুজরাটের সোমনাথ মন্দির থেকে শুরু হয়েছিল আদবাণীর রথযাত্রা। সেই যাত্রা পৌঁছেছিল অযোধ্যায়। সেই প্রসঙ্গে আদবাণী বলেছেন, আমি বুঝেছিলাম যে আমি নিমিত্ত পাত্র। রথযাত্রাই আসল বার্তাবাহক। তিনি উল্লেখ করেছেন, সেই সময় বহু নাম না জানা গ্রামের মানুষ রথের কাছে যেতেন। তাঁদের আবেগের কথা আজও মনে রেখেছেন আদবাণী। কীভাবে তাঁরা রামের নাম নিয়ে আবার ফিরে যেতেন।