দেশের ৬,২৬,০০০টি গ্রামে বড় পদক্ষেপ মোদী সরকারের

Oct 22, 2024 | 3:58 PM

Land Digitised: ১০০ শতাংশ সরকারি খরচে এই প্রক্রিয়া চলে। ২০১৬ সালের এপ্রিল মাস থেকে এই পদ্ধতি শুরু করেছে কেন্দ্র। জমির মালিকানা নিয়ে যাতে কোনও জটিলতা না থাকে, জীবনযাত্রা যাতে আরও সহজ হয়, সেই বিষয়টা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছিল মোদী সরকার।

দেশের ৬,২৬,০০০টি গ্রামে বড় পদক্ষেপ মোদী সরকারের
ফাইল ছবি
Image Credit source: Getty Image

Follow Us

নয়া দিল্লি: শুরু থেকেই ‘ডিজিটাল ইন্ডিয়া’র শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রযুক্তি যাতে সাধারণ মানুষের জীবনকে আরও সহজ করে তোলে, সেই লক্ষ্যেই নানা পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার। গত বছরে প্রযুক্তির সাহায্যে জীবনযাত্রা আরও সহজ করে তোলা হয়েছে। কতদূর পৌঁছেছে সেই ডিজিটাইজেশনের প্রভাব, তারই উদাহরণ তুলে ধরেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান।

সোমবার এক অনুষ্ঠানে গিয়ে শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, দেশের প্রায় সব গ্রামের জমি ডিজিটাইজড করা হয়েছে। অর্থাৎ শুধু কাগজে নয়, জমির হিসেব ডিজিটাল মাধ্যমেও মিলবে সহজেই। ফলে, জমি সংক্রান্ত নথি নিয়ে আর কোনও সমস্যা থাকবে না।

কেন্দ্রীয় মন্ত্রীর দেওয়া হিসেব অনুযায়ী, দেশের মোট ৬,২৬,০০০টি গ্রামের জমি ডিজিটাইজড করা হয়েছে। ২০১৬ সাল থেকে শুরু হয়েছে এই প্রক্রিয়া। দেশের প্রায় ৯৫ শতাংশ গ্রামে সরকারি খরচে সব তথ্য নথিভুক্ত করা হয়েছে। কমপক্ষে ৫০০০ সাব রেজিস্ট্রার অফিসে এই জমির রেকর্ড থাকছে।

১০০ শতাংশ সরকারি খরচে এই প্রক্রিয়া চলে। ২০১৬ সালের এপ্রিল মাস থেকে এই পদ্ধতি শুরু করেছে কেন্দ্র। জমির মালিকানা নিয়ে যাতে কোনও জটিলতা না থাকে, জীবনযাত্রা যাতে আরও সহজ হয়, সেই বিষয়টা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছিল মোদী সরকার।

জানা গিয়েছে, ২২.৩ মিলিয়ন ম্যাপের ডিজিটাইজেশন হয়েছে। তৈরি হয়েছে ১৪০ মিলিয়ন ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নম্বর বা ভূ-আধার।

Next Article