New Criminal Law: বাড়িতে বসেই বয়ান দিতে পারবেন ‘নির্যাতিতা’, যেতে হবে না থানায়, নতুন আইন প্রসঙ্গে যা জানালেন অমিত শাহ

Jul 01, 2024 | 2:24 PM

New Criminal Law: গণপিটুনিতে মৃত্যুর ঘটনা নিয়েও নতুন ধারা আনা হয়েছে। এছাড়া আগের আইনে সরকারের বিরুদ্ধে কথা বললে, তাঁদের জন্য বিশেষ ধারা ছিল। এবার তা পরিবর্তন করা হয়েছে। দেশের ঐক্য ও সার্বভৌমত্বকে আঘাত করে, এমন মন্তব্যে পদক্ষেপ করা হবে।

New Criminal Law: বাড়িতে বসেই বয়ান দিতে পারবেন নির্যাতিতা, যেতে হবে না থানায়, নতুন আইন প্রসঙ্গে যা জানালেন অমিত শাহ
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

Follow Us

নয়া দিল্লি: সোমবার থেকে দেশ জুড়ে কার্যকর হল অপরাধ সংক্রান্ত নতুন আইন। আইপিসি-র বদলে এবার ‘ভারতীয় ন্যায় সংহিতা’ অনুসারে এবার হবে বিচার। ব্রিটিশ আমলে তৈরি আইন বদল করার জন্যই এই উদ্যোগ নেয় মোদী সরকার। সোমবার আইন কার্যকর হওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অমিত শাহ বলেন, ‘স্বাধীনতার ৭৭ বছর পর নতুন ক্রিমিনাল ল কার্যকর হল।’ বিচার ব্যবস্থা সম্পূর্ভাবে স্বদেশী হল বলে উল্লেখ করেছেন তিনি। সোমবার তিনি জানিয়েছেন, ব্রিটিশ আমলের বেশ কিছু সেকশন বাদ দেওয়া হয়েছে নতুন আইনে। তাঁর কথায় এই আইন ‘শাস্তির বদলে ন্যায়বিচার দেবে মানুষকে’।

নতুন আইনে কী কী সুবিধা আছে, তা বলতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, মহিলারা হেনস্থার ঘটনায় তাঁদের বাড়ি গিয়ে তাঁদের বয়ান রেকর্ড করা হবে। এছাড়া সমাজের ভয়ে যদি কেই থানায় যেতে ভয় পান, তাহলে তাঁরা বাড়ি থেকেই অনলাইনে এফআইআর করতে পারবেন।

এছাড়া গণপিটুনিতে মৃত্যুর ঘটনা নিয়েও নতুন ধারা আনা হয়েছে। এছাড়া আগের আইনে সরকারের বিরুদ্ধে কথা বললে, তাঁদের জন্য বিশেষ ধারা ছিল। এবার তা পরিবর্তন করা হয়েছে। দেশের ঐক্য ও সার্বভৌমত্বকে আঘাত করে, এমন মন্তব্যে পদক্ষেপ করা হবে। সাধারণ মানুষ এক আধুনিক বিচার প্রক্রিয়ার সুবিধা পাবেন বলে মন্তব্য করেছেন অমিত শাহ। আইনে প্রযুক্তির ব্যবহারের কথাও উল্লেখ করেছেন তিনি। এই প্রসঙ্গেই তিনি জানান,যে কোনও তল্লাশি বা বাজেয়াপ্ত করার ঘটনায় ভিডিয়োগ্রাফি বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া ধর্ষণ বা যৌন হেনস্থার মামলায় নির্যাতিতার ই-স্টেটমেন্ট এবার থেকে আইনত গ্রাহ্য হবে।

Next Article