Rahul Gandhi in Loksabha: ‘যারা নিজেদের হিন্দু-হিন্দু বলে…’, রাহুলের মন্তব্যে শোরগোল সংসদে, কড়া প্রতিক্রিয়া মোদী-শাহের

Jul 01, 2024 | 3:30 PM

Rahul Gandhi in Loksabha: রাহুল এদিন ছবি দেখিয়ে উল্লেখ করেন, বাঁ কাঁধে ত্রিশূল রেখে অহিংসার কথাই বোঝানো হয়েছে। শিবের ছবি অহিংসার প্রতীক। কংগ্রেস সাংসদ দাবি করেন, বিজেপির বিরুদ্ধে লড়াই করার সময়ও তাঁরা অহিংসার পথেই হেঁটেছেন।

Rahul Gandhi in Loksabha: যারা নিজেদের হিন্দু-হিন্দু বলে..., রাহুলের মন্তব্যে শোরগোল সংসদে, কড়া প্রতিক্রিয়া মোদী-শাহের
সংসদে বিরোদী দলনেতা রাহুল গান্ধীর বক্তব্য ঘিরে বিতর্ক
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: লোকসভার বিরোধী দলনেতা হিসেবে সোমবার প্রথমবার বক্তব্য রাখেন রাহুল গান্ধী। তাঁর সেই প্রথম ভাষণেই শোরগোল শুরু হল সংসদে। এদিন শিবের ছবি হাতে নিয়ে বক্তব্য শুরু করেন রাহুল। তিনি দাবি করেন, শিবের ছবিতে অহিংসার বার্তা রয়েছে। এরপরই তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন, “যাঁরা নিজেদের হিন্দু-হিন্দু বলে তাঁরা ২৪ ঘণ্টা হিংসার কথা বলছে।” তাঁর এই মন্তব্যে বিতর্ক চরমে পৌঁছয়। বিরোধী দলনেতার এমনটা বলা উচিত হয়নি বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ক্ষমা চাওয়া উচিত বলে দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

রাহুল এদিন ছবি দেখিয়ে উল্লেখ করেন, বাঁ কাঁধে ত্রিশূল রেখে অহিংসার কথাই বোঝানো হয়েছে। শিবের ছবি অহিংসার প্রতীক। কংগ্রেস সাংসদ দাবি করেন, বিজেপির বিরুদ্ধে লড়াই করার সময়ও তাঁরা অহিংসার পথেই হেঁটেছেন। এরপরই তিনি বলেন, “যারা নিজেদের হিন্দু বলে দাবি করেন, তাঁরা ২৪ ঘণ্টা হিংসা আর ঘৃণার কথা বলেন। মানুষকে ভয় দেখান।”

রাহুলের এই মন্তব্যের পর নরেন্দ্র মোদী উঠে দাঁড়িয়ে বলেন, “গম্ভীর বিষয়। পুরো হিন্দু সমাজকে হিংসাত্মক বলা উচিত নয়।” এ কথা শুনে রাহুল গান্ধী বলেন, “বিজেপি আর আরএসএস মানেই দেশের পুরো হিন্দু সমাজ নয়।” এরপরই রাহুলের মন্তব্য নিয়ে সরব হন অমিত শাহ। তিনি বলেন, “উনি জানেন না। কোটি কোটি মানুষ গর্বের সঙ্গে নিজেদের হিন্দু বলেন। তাঁরা সবাই হিংসাত্মক? হিংসার কথা কোনও ধর্মের সঙ্গে জুড়ে দিলেন কীভাবে। ওঁর ক্ষমা চাওয়া উচিত।”

তবে তাতেও থামেননি রাহুল গান্ধী। বিজেপির বিরুদ্ধে সাধারণ মানুষকে ভয় দেখানোর অভিযোগও তোলেন রাহুল গান্ধী। বিজেপি সাংসদরা এদিন বারবার সংসদের নিয়ম লঙ্ঘন করার অভিযোগ করেন রাহুলের বিরুদ্ধে।

Next Article