নয়া দিল্লি: জল্পনা ছিল, এনসিপি প্রধান শরদ পাওয়ারের বাসভবনে বিরোধী শিবিরের বৈঠক ‘তৃতীয় ফ্রন্ট’ গঠনের লক্ষ্যে। কিন্তু সেই বৈঠক শেষে মঙ্গলবার সন্ধ্যায় সমাজবাদী পার্টির (সপা) ঘনশ্যাম তিওয়ারি জানান, “এই বৈঠক একেবারেই রাজনৈতিক নয়।” দেশজুড়ে যে অবস্থা চলছে তা নিয়ে আলোচনায় বসেছিল তাঁদের ‘রাষ্ট্রমঞ্চ’।
সকাল থেকেই শরদ পাওয়ারের বাড়ির এই বৈঠকে নজর ছিল দেশের। ২০২৪-এ দিল্লি দখলের লক্ষ্যে জোটবদ্ধ ভাবে বিজেপি বিরোধীরা এককাট্টা হতেই এই বৈঠক বলেই মনে করা হয়েছিল। এদিনের বৈঠক থেকে জাতীয় রাজনীতির নতুন কোনও মোড়ের হদিশও মিলতে পারে বলে মনে করছিল রাজনৈতিক মহল।
Rashtra Manch will be a ‘manch’ that will include everyone who has vision for country’s development & future, whether it’s a political party, social organisation or a person. Rashtra Manch will also include those in India & abroad who think about the country: Ghanshyam Tiwari, SP pic.twitter.com/S0jaluJ6il
— ANI (@ANI) June 22, 2021
এদিন বৈঠক শেষে এনসিপি নেতা মজিদ মেনন বলেন, “এখানে দলীয় রাজনীতি নিয়ে কোনও কথাই হয়নি। দেশের উন্নতিতে কী কী করণীয় তা নিয়ে আলোচনা হয়েছে। এই বৈঠক শরদ পাওয়ার ডাকেননি, ডেকেছিলেন যশবন্ত সিনহা। জাভেদ আখতার সাহেব এবং প্রাক্তন বিচারপতি এপি শাহ তাঁদের পরামর্শ দিয়েছেন।”
It is being reported in media that this meeting of Rashtra Manch was held by Sharad Pawar to unite anti-BJP political parties. This is totally incorrect. I want to clarify that this meeting took place at Pawar’s residence but he didn’t call this meeting: NCP leader Majeed Memon pic.twitter.com/BzJKsZFgT6
— ANI (@ANI) June 22, 2021
মূলত আটটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের এদিনের বৈঠকে থাকার কথা ছিল। তৃণমূল কংগ্রেস, এনসিপি, রাষ্ট্রীয় লোকদল, সিপিআই, সিপিএম, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি ও ন্যাশনাল কংগ্রেস। যদিও বৈঠকে কংগ্রেসের কাউকে দেখা যায়নি। যা নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে। তবে মজিদ মেননের দাবি, “কংগ্রেসের পাঁচ সাংসদকে আমন্ত্রণ জানানো হয়েছিল। দিল্লিতে না থাকায় তাঁরা থাকতে পারেননি। এটা কংগ্রেসকে বয়কট করে বৈঠক, এমন নয়।”
Congress leaders Vivek Tankha, Manish Tewari, Kapil Sibal, Dr Abhishek Manu Singhvi & Shatrughan Sinha were invited. Some of them expressed genuine difficulties. The perception that there is going to be a big Opposition group excluding Congress is wrong: Majeed Memon, NCP (2/2) pic.twitter.com/Zbe4Nnm4vY
— ANI (@ANI) June 22, 2021
বৈঠক থেকে সিপিএম নেতা নীলোৎপল বসু বলেন, “এই বৈঠককে রাজনীতির মঞ্চ বলে ভাবলে হবে না। সাধারণ মানুষের সমস্যা, বেকারত্ব, মূল্যবৃদ্ধি সবকিছু নিয়েই কথা হয়েছে।” সম চিন্তার কিছু মানুষের সাক্ষাৎ বলেই এই বৈঠককে দেখছেন তিনি।