Terrorists arrested: বারামুল্লা থেকে অস্ত্র-সহ গ্রেফতার ২ লস্কর জঙ্গি
LeT: তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, পাক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা সদস্যপদ বাড়াতে কাশ্মীর থেকে যুবদের দলে টানছে। বারামুল্লা ও সংলগ্ন এলাকায় জঙ্গি কার্যকলাপ বাড়াতেই পরিকল্পিতভাবে তারা সেখানকার যুবদের দলে টানার চেষ্টা করছে।
শ্রীনগর: উপত্যকায় জঙ্গিরা আশ্রয় নিয়েছে বলে আগেই সতর্কবার্তা দিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সপ্তাহ খানেক আগে জম্মু-কাশ্মীরের অনন্তনাগে টানা কয়েকদিন ধরে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই চলেছে। জঙ্গিদের গুলিতে পুলিশ আধিকারিক-সহ কয়েকজন জওয়ানের মৃত্যুও হয়েছে। তবে এবার বারামুল্লা (Baramulla) জেলা থেকে অস্ত্র-সহ গ্রেফতার হয়েছে ২ লস্কর (LeT) জঙ্গি।
পুলিশ জানায়, ধৃত জঙ্গিদের নাম ইয়াসিন আহমেদ শাহ এবং পারভাইজ আহমেদ শাহ। দুজনেই লস্কর-ই-তৈবা জঙ্গিগোষ্ঠীর শাখা দ্য রেজিসটেন্স ফ্রন্ট (TRF)-এর সদস্য। তাদের কাছ থেকে পিস্তল, একটি পিস্তল ম্যাগাজিন এবং ৮টি তাজা গুলি ও হ্যান্ড গ্রেনেড পাওয়া গিয়েছে বলে জম্মু-কাশ্মীর পুলিশের মুখপাত্র জানিয়েছেন।
জম্মু-কাশ্মীর পুলিশের মুখপাত্র আরও জানান, বারামুল্লার জানবাজপোরায় বাড়ি থেকে ইয়াসিন আহমেদ শাহ নামে এক যুবক নিখোঁজ হয়ে যায় এবং LeT/TRF দলে যোগ দেয় বলে বৃহস্পতিবার গোপন সূত্রে খবর আসে। বারামুল্লা থানায় অভিযোগ দায়ের হয় এবং তদন্ত শুরু হয়। তারপর শনিবার গোপন সূত্রে খবর পেয়ে উত্তর কাশ্মীর জেলার তাপ্পার পাট্টান এলাকায় চেকপয়েন্টে পুলিশ ও সেনার যৌথ বাহিনী অভিযান চালায়। সেই অভিযানেই অস্ত্র-সহ ধরা পড়ে ইয়াসিন আহমেদ শাহ। এরপর তার থেকেই পারভাইজ আহমেদ শাহের নাম জানা যায়। তাকিয়া ওয়াগুরা এলাকা থেকে পারভাইজকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে দুটি হ্যান্ড গ্রেনেড পাওয়া গিয়েছে।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ও তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, পাক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা সদস্যপদ বাড়াতে কাশ্মীর থেকে যুবদের দলে টানছে। বারামুল্লা ও সংলগ্ন এলাকায় জঙ্গি কার্যকলাপ বাড়াতেই পরিকল্পিতভাবে তারা সেখানকার যুবদের দলে টানার চেষ্টা করছে।