AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Breaking: সেনা ক্যাম্পের গেটের সামনে গ্রেনেড বিস্ফোরণ, আতঙ্ক

Assam blast: বিস্ফোরণের জোরাল শব্দে কেঁপে উঠল অসমের জোরহাট সেনা ক্যাম্প। জোরহাটে লিচুবারি সেনা ক্যাম্পের মেইন গেটের কাছেই গ্রেনেড বিস্ফোরণটি ঘটে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিস্ফোরণের দায় স্বীকার করেছে আলফা জঙ্গিগোষ্ঠী।

Breaking: সেনা ক্যাম্পের গেটের সামনে গ্রেনেড বিস্ফোরণ, আতঙ্ক
প্রতীকী ছবি।
| Updated on: Dec 14, 2023 | 10:33 PM
Share

গুয়াহাটি: বিস্ফোরণের জোরাল শব্দে কেঁপে উঠল অসমের জোরহাট সেনা ক্যাম্প। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এটা ঠিক কীসের শব্দ প্রথমে বোঝা না গেলেও পরে জানা যায়, গ্রেনেড বিস্ফোরণ ঘটেছে। খবরটি নিশ্চিত করেছেন গুয়াহাটিতে সেনাবাহিনীর জনসংযোগ আধিকারিক। যদিও এই বিস্ফোরণে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। বিস্ফোরণের দায় স্বীকার করেছে আলফা জঙ্গিগোষ্ঠী।

সেনা সূত্রে খবর, এদিন সন্ধ্যায় জোরহাটে লিচুবারি সেনা ক্যাম্পের মেইন গেটের কাছেই গ্রেনেড বিস্ফোরণটি ঘটে। ঘটনার পরই সেনা ক্যাম্পের গেট বন্ধ করে দেওয়া হয়। বিস্ফোরণের শব্দ শোনার পরই ঘটনাস্থলে যান পুলিশ ও সেনাবাহিনীর পদস্থ আধিকারিকেরা। এই বিস্ফোরণে হতাহতের কোনও খবর নেই। তবে আতঙ্ক ছড়াতেই সেনা ক্যাম্পের সামনে গ্রেনেড বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে মনে করা হচ্ছে। ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম-ইন্ডিপেন্ডেন্ট (ULFA-I) বিস্ফোরণের দায় স্বীকার করেছে।

প্রসঙ্গত, এর আগে গত ৯ ডিসেম্বর ও ২২ নভেম্বরও সেনা ক্যাম্পের সামনে গ্রেনেড বিস্ফোরণ ঘটে। ৯ ডিসেম্বর শিবসাগর জেলার জয়সাগরে ১৪৯ সিআরপিএফ ক্যাম্পের কাছে বিস্ফোরণ ঘটে এবং ২২ নভেম্বর তিনসুকিয়া জেলার ডিরাকের একটি সেনা ক্যাম্পের গেটের বাইরে গ্রেনেড বিস্ফোরণ ঘটে। যদিও এই বিস্ফোরণেও হতাহতের কোনও খবর নেই। এদিনের মতো সিআরপিএফ ক্যাম্পের কাছে বিস্ফোরণের দায় স্বীকার করেছে আলফা জঙ্গিগোষ্ঠী।