দেশ: সারা দেশ ত্রস্ত করোনার (Corona) দ্বিতীয় ঢেউয়ে। অক্সিজেনের জন্য প্রাণপাত করছেন মানুষ। এদিকে করোনার তৃতীয় ঢেউ (Corona Third Wave) এড়াতে নয়া নিদান দিলেন মধ্যপ্রদেশের সংস্কৃতিমন্ত্রী ঊষা ঠাকুর (Usha Thakur)। তাঁর দাবি, করোনার তৃতীয় ঢেউ রুখতে চারদিন ধরে ‘যজ্ঞ চিকিৎসা’ করতে হবে। তবেই মিলবে করোনার তৃতীয় ঢেউ থেকে মুক্তি।
মঙ্গলবার ইন্দোরে একটি কোভিড কেয়ার সেন্টার উদ্বোধনে গিয়ে এমনই মন্তব্য করলেন মধ্যপ্রদেশের সংস্কৃতিমন্ত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঊষা ঠাকুর বলেন, “পরিবেশ শুদ্ধের জন্য চারদিন ধরে যজ্ঞ করুন। এটি হল যজ্ঞ চিকিৎসা। আগেকার দিনে আমাদের পূর্বপুরুষরা অতিমারি থেকে মুক্তি পেতে যজ্ঞ চিকিৎসা করতেন। আসুন আমরা সবাই পরিবেশকে শুদ্ধ করি। মনে রাখবেন এটা করলেই করোনার তৃতীয় ঢেউ ভারতকে স্পর্শ করতে পারবে না।”
এর আগে করোনা নির্মূল করার জন্য ঊষা ঠাকুর ইন্দোর বিমানবন্দরে একটি মূর্তির সামনে আচার-অনুষ্ঠান করেছিলেন। তার পর কোভিড কেয়ারের উদ্বোধনে মাস্কবিহীন মুখে হাজির হন তিনি। তা নিয়েও ব্যাপক বিতর্কের মুখে পড়েছিলেন। এবার তৃতীয় ঢেউ আটকাতে ‘পরামর্শ’ দিলেন মধ্যপ্রদেশের সংস্কৃতিমন্ত্রী।
আরও পডুন: সারা গায়ে গোবর মেখে চলছে করোনা-রোধ, বিপদ বাড়তে পারে বলে সতর্ক করলেন চিকিৎসকেরা
এদিকে করোনার দ্বিতীয় ঢেউ রুখতে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা নিজেদের প্রাণ বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছেন। সবাই তৃতীয় ঢেউ এড়াতে সচেতন হতে বলছেন। এদিকে ঊষা দেবীর কথায়, ”বিশেষজ্ঞদের মতে করোনার তৃতীয় ঢেউ বাচ্চাদের প্রথম আক্রান্ত করবে। এই ঢেউ এড়াতে মধ্যপ্রদেশ সরকার প্রস্তুতি নিয়ে রাখছে। আমরা সবাই মিলে অতিমারি রুখে দেব।” তার পরেই করোনা এড়াতে যজ্ঞের নিদান দেন সংস্কৃতি মন্ত্রী।