মুম্বই: বিজেপিতে (BJP) যোগ দেওয়ার পর তাঁর সহকর্মীরা জানিয়েছেন বিজেপিতে থাকলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) তাঁর পিছনে আসবে না। চাঞ্চল্যকর মন্তব্য করলেন মহারাষ্ট্র (Mahatrastra) থেকে নির্বাচিত বিজেপি সাংসদ সঞ্জয় পাতিল (MP Sanjay Patil)। রবিবার, সাঙ্গলির বিজেপি সাংসদ বলেন “আমি বিজেপি সাংসদ, ইডি আমার পিছনে আসবে না।” কয়েকদিন আগেই এক বিজেপি নেতা জানিয়েছিলেন, দলে যোগ দেওয়ার পর থেকেই তিনি ‘নিশ্চিন্তে ঘুমোচ্ছেন’ কারণ এখানে “কোনও ধরনের জিজ্ঞাসাবাদ নেই”। এর ঠিক পরেই বিজেপি সাংসদের এই মন্তব্যের পর নতুন করে বিতর্ক দেখা দিয়েছে।
একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় এই মন্তব্য করেন বিজেপি সাংসদ। বিরোধী দলগুলি যখন লাগাতার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি (Central agencies) গুলিকে রাজনৈতিক উদ্দেশ্যে ও বিরোধীদের হেনস্থা করার কাজে ব্যবহার করার অভিযোগ করে আসছে তখন বলা বাহুল্য, এই ধরনের মন্তব্য বিতর্ক বাড়বে।
সঞ্জয় পাতিল প্রথম বিজেপি সদস্য নন যিনি প্রথম এই ধরনের মন্তব্য করলেন। চলতি মাসেই কংগ্রেস (Congress) ছেড়ে বিজেপিতে আসা হর্ষবর্ধন পাতিলে (Harshbardhan Patil) মন্তব্যেও বিতর্ক তৈরি হয়। ২০১৯ সালে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। তিনি বলেন “কেউ যদি প্রশ্ন করে আমরা কেন বিজেপিতে গিয়েছি, তবে আমার উত্তর বিজেপিতে এসে নিশ্চিন্তে ঘুমোচ্ছি। এখানে কোনও ধরনের প্রশ্নের মুখে পড়তে হয়না।” তার এই মন্তব্য বিতর্ক দেখা দেওয়ার পর হর্ষবর্ধনের সাফাই “আমার মন্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।” সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, “একটি হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানে আমার করা মন্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। আমি বিজেপিতে যোগ দিয়েছি কারণ আমার আগের দল আমাকে নির্বাচনে প্রার্থী করা প্রতিশ্রুতি দিয়েও সেটা রক্ষা করেনি।”
২০১৪ সালে দেশের মসনদে বসার পর থেকেই বিজেপির বিরুদ্ধে বারবার রাজনৈতিক স্বার্থে ইডি, সিবিআই, আয়কর দফতরের মত কেন্দ্রীয় এজেন্সি গুলিকে ব্যবহার করা অভিযোগ উঠেছে। সম্প্রতি মুম্বই মাদক মামলায় (Mumbai Drug Case) বলিউড বাদশা শাহরুখ খান (Shahrukh Khan) পুত্র আরিয়ান খানের (Aryan Khan) গ্রেফতার হওয়ার পর থেকেই সেই অভিযোগ আরও প্রবলভাবে উঠতে শুরু করেছে। অন্যদিকে বিজেপিতে যোগ দিলেই তার বিরুদ্ধে চলতে থাকা সব কেন্দ্রীয় সংস্থার তদন্ত ঠান্ডা ঘরে চলে যায়, এই অভিযোগেও সরব হয়েছিলেন বিজেপি বিরোধীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মত চরম বিজেপি বিরোধী নেত্রী তাই বিজেপিকে একাধিক বার ‘ওয়াশিং মেশিন’ বলেও কটাক্ষও করেছেন। মহারাষ্ট্রের বিজেপি নেতাদের করা সাম্প্রতিক মন্তব্য নতুন করে এই বিতর্কের আগুনে ঘি ঢেলে দিল বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা।
আরও পড়ুন Aparna Sen: ‘৩৬ চরঙ্গী লেন’ থেকে ‘দ্যা রেপিস্ট’, জেনে নিন কোন কোন সিনেমার ক্যাপটেন অপর্ণা সেন?