AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Police Constable: ললিতা থেকে ললিত হয়েছেন, লিঙ্গ পরিবর্তনের পর বাবা হলেন পুলিশ কনস্টেবল

মানুষের শরীরের মোট ২৩ জোড়া ক্রোমোজোম থাকে। এর মধ্যে এক জোড়া ক্রোমোজোম হল সেক্স ক্রোমোজোম। পুরুষের শরীরে সেক্স ক্রোমোজোম হিসাবে থাকে এক্স ও ওয়াই। তবে মহিলাদের থাকে ২টি এক্স ক্রোমোজোম। ললিতার শরীরে ওয়াই ক্রোমোজোম থাকায় তাঁকে লিঙ্গ পরিবর্তনের পরামর্শ দেন চিকিৎসকরা। তিনি জেন্ডার ডিসফোবিয়ায় আক্রান্ত বলে জানা যায়।

Police Constable: ললিতা থেকে ললিত হয়েছেন, লিঙ্গ পরিবর্তনের পর বাবা হলেন পুলিশ কনস্টেবল
লিঙ্গ পরিবর্তনের পর বাবা হয়েছেন কোহলি
| Updated on: Jan 21, 2024 | 6:11 PM
Share

মুম্বই: লিঙ্গ পরিবর্তন অস্ত্রোপচারের পর বাবা হলেন মহারাষ্ট্র পুলিশের এক কনস্টেবল। কয়ের বছর আগেই লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচার করেছিলেন তিনি। মেয়ে থেকে হয়েছিলেন ছেলে। এর পর বিয়ে হয় তাঁর। দিন কয়েক আগেই তাঁর সন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী। এর পরই ওই পুলিশ কনস্টেবলের পরিবারে নেমে এসেছে খুশির হাওয়া।

জানা গিয়েছে, ওই পুলিশ কনস্টেবলের নাম ছিল ললিতা। ১৯৮৮ সালের জুন মাসে মহারাষ্ট্রের বীড় জেলার মজলগাঁও তালুকে জন্ম তাঁর। ২০১০ সালে মহারাষ্ট্র পুলিশে লেডি কনস্টেবল হিসাবে যোগদান করেন। এর কিছু দিন পর থেকেই তাঁর শরীরে পুরুষের বিভিন্ন লক্ষণ স্পষ্ট হতে থাকে। ২০১৩ সালে শারীরিক পরীক্ষা করান তিনি। তখন দেখা যায় তাঁর শরীরে রয়েছে ওয়াই ক্রোমোজোম।

মানুষের শরীরের মোট ২৩ জোড়া ক্রোমোজোম থাকে। এর মধ্যে এক জোড়া ক্রোমোজোম হল সেক্স ক্রোমোজোম। পুরুষের শরীরে সেক্স ক্রোমোজোম হিসাবে থাকে এক্স ও ওয়াই। তবে মহিলাদের থাকে ২টি এক্স ক্রোমোজোম। ললিতার শরীরে ওয়াই ক্রোমোজোম থাকায় তাঁকে লিঙ্গ পরিবর্তনের পরামর্শ দেন চিকিৎসকরা। তিনি জেন্ডার ডিসফোবিয়ায় আক্রান্ত বলে জানা যায়। এর পর সরকারের কাছে লিঙ্গ পরিবর্তনের অনুরোধ জানান তিনি। ২০১৮ সালে মেলে অনুমতি। এর পর ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে লিঙ্গ পরিবর্তন সংক্রান্ত অস্ত্রোপচার হয় তাঁর শরীরে। তার পর ললিতা থেকে ললিত হন তিনি। ২০২০ সালেই সীমা নামের এক মহিলার সঙ্গে বিয়ে হয় তাঁর। এ বছর ১৫ জানুয়ারি সন্তানের জন্ম দেন সীমা।

বাবা হওয়ার পর ললিত বলেছেন, “মহিলা থেকে পুরুষ হওয়ার যাত্রা মোটেই সহজ ছিল না। আমি খুব ভাগ্যবান যে প্রচুর মানুষ এই যাত্রায় আমার পাশে থেকেছেন। এখন আমি বাবা হয়েছি। আমার পরিবারের লোকেরা খুব খুশি।”