Mahua Moitra: ফের মহুয়াকে নোটিস ইডি-র

Sukla Bhattacharjee |

Feb 20, 2024 | 6:19 AM

Mahua Moitra: সংসদে প্রশ্ন বিতর্কেই মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিদেশি আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে। যার ইডি তদন্ত শুরু করেছে। সেই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য গত সপ্তাহে মহুয়া মৈত্রকে নোটিস পাঠিয়েছিল ইডি। ১৯ ফেব্রুয়ারি, সোমবার তাঁর নয়া দিল্লিতে ইডি-র অফিসে হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু, তিনি হাজিরা দেননি।

Mahua Moitra: ফের মহুয়াকে নোটিস ইডি-র
মহুয়া মৈত্র। ফাইল ছবি।

Follow Us

নয়া দিল্লি: ফের বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে নোটিস পাঠাল ইডি। এবারও বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে তাঁকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবার ইডি-র হাজিরা এড়িয়ে যাওয়ার পরই তাঁকে তলব করা হল। যদিও হাজিরা দেওয়ার জন্য আগেই ইডি-র কাছে এক সপ্তাহ সময় চেয়েছিলেন তৃণমূল নেত্রী (Mahua Moitra)। কিন্তু, সেই সময় পেরোনোর আগেই মহুয়াকে নোটিশ পাঠাল ইডি (ED)।

সংসদে প্রশ্ন বিতর্কেই মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিদেশি আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে। যার ইডি তদন্ত শুরু করেছে। সেই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য গত সপ্তাহে মহুয়া মৈত্রকে নোটিস পাঠিয়েছিল ইডি। ১৯ ফেব্রুয়ারি, সোমবার তাঁর নয়া দিল্লিতে ইডি-র অফিসে হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু, তিনি হাজিরা দেননি। যদিও মহুয়া মৈত্র ইডি-র কাছে এক সপ্তাহ সময় চেয়েছিলেন বলে জানা গিয়েছে। কিন্তু, সেই সময় পেরোনোর আগে, সোমবার রাতেই ফের মহুয়াকে নোটিস পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ইডি সূত্রে খবর, আগামী সপ্তাহে মহুয়া মৈত্রকে দিল্লিতে ইডি-র অফিসে তলব করা হয়েছে। আগামী সপ্তাহের কত তারিখ তাঁকে তলব করা হয়েছে, তা এখনও জানা যায়নি। এই বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূল নেত্রীর তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

প্রসঙ্গত, ব্যবসায়ী হীরানন্দ দর্শানির থেকে টাকা নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ ওঠে মহুয়া মৈত্রের বিরুদ্ধে। এই অভিযোগে ইতিমধ্যে সংসদ থেকে বহিষ্কৃত হয়েছেন কৃষ্ণনগরের লোকসভা কেন্দ্রের জয়ী প্রার্থী। যদিও লোকসভা এথিক্স কমিটির এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মহুয়া। এর মধ্যেই এবার তাঁকে তলব করল ইডি।

Next Article