Mohamed Muizzu: বিরোধিতা অতীত, দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করতে অক্টোবরে ভারতে মুইজ্জু

Sep 27, 2024 | 5:38 PM

Mohamed Muizzu: গত ৯ জুন তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন নরেন্দ্র মোদী। তাঁর শপথগ্রহণে আমন্ত্রণ জানানো হয়েছিল মহম্মদ মুইজ্জুকে। মোদীর শপথগ্রহণে উপস্থিতও ছিলেন মলদ্বীপের প্রেসিডেন্ট। এরপর অগস্ট সেদেশে যান ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

Mohamed Muizzu: বিরোধিতা অতীত, দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করতে অক্টোবরে ভারতে মুইজ্জু
নরেন্দ্র মোদী ও মহম্মদ মুইজ্জু (ফাইল ফোটো), ফোটো সৌজন্য-PTI

Follow Us

নয়াদিল্লি: একসময় ভারতের বিরোধিতায় একাধিক পদক্ষেপ করেছিলেন। চিনের দিকে ঝুঁকেছিলেন। সেসব এখন অতীত। আর সেই অতীতকে পিছনে ফেলেই ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে মরিয়া মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু। সেই লক্ষ্যেই এবার ভারত সফরে আসছেন। অক্টোবরের শুরুতে নয়াদিল্লিতে পা রাখবেন মলদ্বীপের প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ একাধিক নেতার সঙ্গে তিনি বৈঠক করবেন বলে সূত্রে জানা গিয়েছে।

২০২৩ সালের নভেম্বরে মলদ্বীপের প্রেসিডেন্ট হন মুইজ্জু। এরপর ভারত-বিরোধিতায় একাধিক পদক্ষেপ করেন। মলদ্বীপ থেকে ৮৫ জন ভারতীয় জওয়ানকে সরানোর দাবি জানান। ওই জওয়ানরা তিনটি এয়ারক্র্যাফট পরিচালনার জন্য সেখানে মোতায়েন ছিল। আবার চিন ও টার্কির সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি নিয়ে একাধিক পদক্ষেপ করেন মুইজ্জু।

গত ৯ জুন তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন মোদী। তাঁর শপথগ্রহণে আমন্ত্রণ জানানো হয়েছিল মুইজ্জুকে। মোদীর শপথগ্রহণে উপস্থিতও ছিলেন মলদ্বীপের প্রেসিডেন্ট। এরপর অগস্ট সেদেশে যান ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেইসময় মুইজ্জু বলেছিলেন, “মলদ্বীপের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ভারত।” ভারতকে মহামূল্যবান অংশীদার বলেও উল্লেখ করেন মুইজ্জু।

এই খবরটিও পড়ুন

চলতি মাসের প্রথমে মুইজ্জুর মুখপাত্র ঘোষণা করেন, খুব শীঘ্র ভারতে সফরে যাবেন মলদ্বীপের প্রেসিডেন্ট। সেইমতো অক্টোবরের প্রথম দিকে ভারতে আসছেন মুইজ্জু। ৭ থেকে ৯ অক্টোবর দ্বিপাক্ষিক সফরে ভারতে থাকবেন মলদ্বীপের প্রেসিডেন্ট। ৮ অক্টোবর মোদীর সঙ্গে তিনি বৈঠক করবেন বলে সূত্রে জানা গিয়েছে। ২০২৩ সালের নভেম্বরে প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমবার দ্বিপাক্ষিক সফরে ভারতে আসছেন মুইজ্জু।

Next Article