পাকিস্তানের নাফিসার সঙ্গে ভাব, হোয়াটসঅ্যাপে বলত বাবরি ধ্বংসের প্রতিশোধের কথা! ATS-র জালে আরেক গুপ্তচর
Pakistani Spy: তদন্তে জানা গিয়েছে, রাজঘাট, মনো ঘাট, জ্ঞানব্য়াপী মসজিদ, লালকেল্লা ও বিভিন্ন রেলওয়ে স্টেশনের ছবি তুলে পাকিস্তানে পাঠাত। বারাণসীতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পাকিস্তানি এজেন্টদের লিঙ্কম্যান হিসাবে কাজ করত তুফাইল।

লখনউ: আরও এক গুপ্তচরের খোঁজ। পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে উত্তর প্রদেশ থেকে গ্রেফতার করা হল এক যুবককে। অভিযুক্তের বিরুদ্ধে দেশের নানা গোপন তথ্য ও ছবি ফাঁস করার অভিযোগ আনা হয়েছে। তাঁর যোগ ছিল নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গেও।
বৃহস্পতিবার উত্তর প্রদেশ এটিএস গুপ্তচরবৃত্তির অভিযোগে বারাণসী থেকে এক যুবককে গ্রেফতার করে। ধৃতের নাম তুফাইল। সূত্রের খবর, ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত তথ্য তুফাইল পাচার করত পাকিস্তানে। পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরেক-ই- লাব্বাইকের সদস্য মৌলানা শাহ রিজভির ভিডিয়ো পাওয়া গিয়েছে তুফাইলের ফোনে।
তদন্তে জানা গিয়েছে, রাজঘাট, মনো ঘাট, জ্ঞানব্য়াপী মসজিদ, লালকেল্লা ও বিভিন্ন রেলওয়ে স্টেশনের ছবি তুলে পাকিস্তানে পাঠাত। বারাণসীতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পাকিস্তানি এজেন্টদের লিঙ্কম্যান হিসাবে কাজ করত তুফাইল।
আরও জানা গিয়েছে, বারাণসীর বাসিন্দাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাঠাত। সেই গ্রুপে তেহরেক-ই- লাব্বাইকের প্রধান মৌলানা রিজভির ভিডিয়ো পাঠাত সে। বিভিন্ন উসকানিমূলক মন্তব্য করত। বাবরি মসজিদ ধ্বংসের বদলা নেওয়া, ভারতে শরিয়া আইন কার্যকর করার মতো মন্তব্য করে বাকিদের প্রভাবিত করার চেষ্টা করত।
ধৃতের মোবাইল ঘেঁটেই জানা গিয়েছে, নাফিসা নামক এক পাকিস্তানি মহিলার যোগাযোগ ছিল। নাফিসার স্বামী পাকিস্তানের সেনায় কাজ করেন। অনুমান, প্রায় ৬০০ পাকিস্তানির সঙ্গে যোগ ছিল তুফাইলের। তাঁকে আরও জেরা করা হচ্ছে।

