ভিডিয়ো: তাড়া করেছে ষাঁড়! গুঁতো থেকে বাঁচতে যুবক কী করলেন দেখুন

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

May 12, 2023 | 12:37 AM

ষাঁড়ের গুঁতো থেকে প্রাণ বাঁচাতে দৌড় লাগান ওই ব্যক্তিরা। ষাঁড়ের আক্রমণ থেকে নিজেদের বাঁচানোর চেষ্টা করেন তাঁরা। তা দেখে উল্লসিত হন উপস্থিত দর্শকরা। এ রকম কোনও উৎসব ভারতে হয়তো হয় না। তবে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো।

ভিডিয়ো: তাড়া করেছে ষাঁড়! গুঁতো থেকে বাঁচতে যুবক কী করলেন দেখুন

Follow Us

নয়াদিল্লি: স্পেনের সান ফার্মিন ফেস্টিভ্যালের কথা মনে আছে? সেই উৎসবে স্পেনের মানুষরা মেতে ওঠেন ষাঁড়ের সঙ্গে খেলায়। একটি ঘেরা জায়গার মধ্যে ক্ষিপ্ত ষাঁড়করে ছেড়ে দেওয়া হয় সেই খেলায়। সে সময় ভিতরে নিরস্ত্র অবস্থায় থাকেন বেশ কয়েক জন ব্যক্তি। তাঁদের দেখেই ষাঁড় ছুটে যায় গুঁতোতে। ষাঁড়ের গুঁতো থেকে প্রাণ বাঁচাতে দৌড় লাগান ওই ব্যক্তিরা। ষাঁড়ের আক্রমণ থেকে নিজেদের বাঁচানোর চেষ্টা করেন তাঁরা। তা দেখে উল্লসিত হন উপস্থিত দর্শকরা। এ রকম কোনও উৎসব ভারতে হয়তো হয় না। তবে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। সেই ভিডিয়ো উস্কে দিয়েছে স্পেনের সান ফার্মিন ফেস্টিভ্যালের স্মৃতি।

সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিয়ো আপলোড করা হয়েছিল ইনস্টাগ্রামে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার উপর দিয়ে যাচ্ছেন এক যুবক। পিছনে রয়েছে বিশাল চেহারার ষাঁড়। তার সিং দেখলে ভয় ধরতে বাধ্য। ষাঁড়ের গলায় দড়ি বাঁধা রয়েছে। বোঝাই যাচ্ছে দড়ি ছিঁড়ে চলে এসেছে সে। এসে রাস্তার উপর এক যুবককে তাড়া করে ষাঁড়টি। ভয়ে দৌড়তে থাকেন ওই যুবক। তার পর প্রাণ বাঁচাতে উঠে পড়েন রাস্তার ধারে থাকা পোলে। সেখানেও তাঁকে গুঁতিয়ে দেওয়ার চেষ্টা করে ওই ষাঁড়। তবে না পেরে রাস্তার ধারে মাঠের মধ্যে দিয়ে নেমে চলে যায়।

 

এই ঘটনার ভিডিয়োই ইনস্টাগ্রামে দেখা হয়েছে ৭০ লক্ষ বারেরও বেশি। তা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা। ঘটনাটি কোথায় ঘটেছে, এ ব্যাপারে বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি।

Next Article