নয়া দিল্লি: হাওড়া থেকে পুরী যাওয়া এখন আরও সহজ হতে চলেছে। আগামী সোমবার থেকে চালু হচ্ছে দেশের অন্যতম হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। আগামী দিনে আকাশপথে পুরী (Puri) যাওয়াও আরও সহজ হতে চলেছে। ওড়িশার আন্তর্জাতিক বিমানবন্দর (International Airport) ভুবনেশ্বর সরে আসবে পুরীতে। এমনই উদ্যোগ নিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। বৃহস্পতিবার দিল্লিতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) সঙ্গে সাক্ষাৎ করে এই প্রস্তাবই দিয়েছেন তিনি ( CM Naveen Pattnaik)।
জানা গিয়েছে, এদিন দিল্লিতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে বেশ কিছুক্ষণ একান্তে বৈঠক করেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়। সেই আলোচনাতেই উঠে আসে পুরি বিমানবন্দরের প্রসঙ্গ। পুরীতে আন্তর্জাতিক বিমানবন্দর করার ব্যাপারে প্রধানমন্ত্রীর কাছে নবীন পট্টনায়ক প্রস্তাব রেখেছেন এবং প্রধানমন্ত্রীও সেই প্রস্তাবে ইতিবাচক জবাব দিয়েছেন। সাংবাদিকদের মুখোমুখি হই এ কথা জানিয়েছেন খোদ ওড়িশার মুখ্যমন্ত্রী।
কী বলেছেন প্রধানমন্ত্রী?
দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক জানান, ভুবনেশ্বরের আন্তর্জাতিক বিমানবন্দরটি পুরীতে সরিয়ে আনার ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানানো হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, “এই ব্যাপারে আমি যতটা সম্ভব সমস্ত রকম সহায়তা প্রদান করব।” প্রধানমন্ত্রীর এই আশ্বাসে যারপরনাই আপ্লুত ওড়িশার মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, বর্তমানে ওড়িশার আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে রাজধানী ভুবনেশ্বরে। এদিকে, জগন্নাথ ধাম হিসাবে পুরীতে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বহু মানুষ প্রত্যেকদিন জগন্নাথ দর্শনে পুরীতে আসেন। বিমানপথে যাঁরা আসেন, তাঁদের ভুবনেশ্বরে নেমে সেখান থেকে গাড়িতে বেশ কয়েক ঘণ্টা সফর করে জগন্নাথ ধামে আসতে হয়। তাই এবার তাঁদের সুবিধার জন্যই পুরীতে বিমানবন্দর করার পরিকল্পনা করছেন নবীন পট্টনায়ক। আন্তর্জাতিক বিমানবন্দর হলে দেশবাসীর পাশাপাশি পর্যটকেরাও যে বিশেষ উপকৃত হবেন, সে বিষয় সন্দেহ নেই।