Uttar Pradesh: রাম ভজনে নাচতে নাচতে প্রাণ গেল হনুমান সাজা যুবকের, লোকে ভাবল অভিনয়
Mainpuri man dressed as Hanuman dies: শনিবার সন্ধ্যায় উত্তর প্রদেশের মৈনপুরী শহরে হনুমানের বেশে রাম ভজনের সুরে নাচতে গিয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে।

লখনউ: শনিবার সন্ধ্যায় উত্তর প্রদেশের মৈনপুরী শহরে হনুমানের বেশে রাম ভজনের সুরে নাচতে গিয়ে মৃত্যু হল এক যুবকের। জানা গিয়েছে নাচতে নাচতে আচমকাই মঞ্চে শুয়ে পড়েছিলেন ওই যুবক। উপস্থিত জনতা প্রথমে ভেবেছিলেন পুরোটা মঞ্চ নাটকেরই অংশ। কিন্তু দীর্ঘক্ষণ তিনি মঞ্চ থেকে না ওঠায়, উপস্থিত জনতার সন্দেহ হয়। এরপরই ওই যুবকের মৃত্যুর বিষয়টি স্পষ্ট হয়।
জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে মৈনপুরীর নটরাজ হোটেল গলিতে। নটরাজ হোটেলের পাশের রাস্তায় গণেশ পূজার আয়োজন করা হয়েছিল। সেখানে গণেশ পূজার প্রতি সন্ধ্যাতেই ভজন ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শনিবার সন্ধ্যাতেও অনুষ্ঠান চলছিল। নাচতে নাচতে হঠাৎ মঞ্চেই শুয়ে পড়েছিলেন হনুমানের ভূমিকায় থাকা যুবক, রবি শর্মা। পড়ে যাওয়ার পর, রবি অভিনয় করছেন বলে ধরে নিয়েছিল জনতা। তিনি হনুমানের পোশাকে থাকায় তাঁর অসুস্থতার বিষয়টি প্রথমে ধরাই পড়েনি।
দীর্ঘক্ষণ ওই অবস্থায় থাকার পর, আয়োজকরা রবি শর্মরা কাছে এগিয়ে গিয়েছিলেন। দেখা যায়, তিনি সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছেন। তাঁর শ্বাসও চলছে না। এরপরই তাকে দ্রুত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রবিকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের অনুমান, আচমকা হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে।
Warning: Disturbing video
A 35-year-old man enacting as Lord Hanuman fell on the ground while performing during a religious ceremony in UP’s Mainpuri district. He later passed away. As per police, he died of cardiac arrest. pic.twitter.com/gnLsFx0qOU
— Piyush Rai (@Benarasiyaa) September 4, 2022
খবর দেওয়া হয় তাঁর বাড়িতে। মৈনপুরীর কোতোয়ালি এলাকার ১০ নম্বর মহল্লা রাজা কা বাগ গলিতে থাকতেন রবি শর্মা। পরে তাঁর পরিবারের লোকজন রবি শর্মার দেহ বাড়িতে নিয়ে যান। রবি শর্মা, বিভিন্ন অনুষ্ঠানে হনুমান বা অন্য ভূমিকায় অভিনয় করতেন। তরতাজা এই যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
A man fell on the ground and died while dancing at a birthday party in Bareilly. The incident took place on Thursday night. #Viral #ViralVideo #viraltwitter #viral2022 #UttarPradesh #Bareilly #India pic.twitter.com/VJRbsHqkSh
— Anjali Choudhury (@AnjaliC07) September 3, 2022
প্রায় একই ধরণের একটি ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার রাতে উত্ত প্রদেশেরই বেরিলি শহরে। শহরের এক হোটেলে আয়োজিত এক জন্মদিনের পার্টিতে নাচতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়েছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড রিসার্চের অ্যানিমেল জেনেটিক্স বিভাগের কারিগরি সহকারী প্রভাত কুমার ওরফে প্রেমী। হাসিমুখে এক জনপ্রিয় হিন্দি গানের সঙ্গে নাচতে গিয়ে হঠাৎ মেঝেতে পড়ে গিয়েছিলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত এক চিকিতিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রভাত কুমারের শরীর সাড়া দেয়নি। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, গুরুতর হৃদরোগে আক্রান্ত হওয়ার ফলে তাঁর হৃৎপিণ্ড সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছিল। এই কারণেই তাঁকে আর বাঁচানো যায়নি।
