AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ওটি থেকে বেরল অন্তঃসত্ত্বা স্ত্রীর নিথর শরীর, সৎকারের পর ছাইয়ে ব্লেড কুড়িয়ে পেলেন স্বামী… বেসরকারি হাসপাতালের ভয়ঙ্কর খেলা ফাঁস

Medical Negligence: প্রসব যন্ত্রণা উঠতেই নবনীত কৌর নামক যুবতীকে নিয়ে হাসলপাতালে ছুটেছিলেন পরিবারের সদস্যরা। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অস্ত্রোপচারের সময় প্রসূতির মৃত্যু হয়। গর্ভস্থ সন্তানকেও বাঁচানো যায়নি।

ওটি থেকে বেরল অন্তঃসত্ত্বা স্ত্রীর নিথর শরীর, সৎকারের পর ছাইয়ে ব্লেড কুড়িয়ে পেলেন স্বামী... বেসরকারি হাসপাতালের ভয়ঙ্কর খেলা ফাঁস
প্রতীকী চিত্রImage Credit: Twitter
| Updated on: Jul 15, 2024 | 1:21 PM
Share

লখনউ: পরিবারে নতুন সদস্য় আসছে। সন্তান আসার খুশিতে মাতোয়ারা সবাই। কিন্তু হাসপাতালে যেতেই সুখবরের বদলে মিলল দুঃসংবাদ। প্রসব করতে গিয়ে মৃত্যু হল যুবতীর। নবজাতক সন্তানকেও বাঁচানো গেল না। হাসপাতাল থেকে দেহ এনে শ্মশানে শেষকৃত্যও করা হয়। কিন্তু তারপরই এমন ঘটনা ঘটল যে থানায় ছুটলেন মৃতার স্বামী। হাসপাতালের বিরুদ্ধে আনা হল গাফিলতির অভিযোগ।

ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের মিরাটে। প্রসব যন্ত্রণা উঠতেই নবনীত কৌর নামক যুবতীকে নিয়ে হাসলপাতালে ছুটেছিলেন পরিবারের সদস্যরা। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অস্ত্রোপচারের সময় প্রসূতির মৃত্যু হয়। গর্ভস্থ সন্তানকেও বাঁচানো যায়নি।

পরিবারের সদস্যরাও ভবিতব্য মেনে নিয়েছিলেন। কিন্তু শ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হওয়ার পরই ছাই সংগ্রহ করার সময় পরিবারের সদস্যরা দেখেন, তার মধ্য়ে সার্জিকাল ব্লেড পড়ে রয়েছে! পোশাক বদলের সময় তো তাঁরা কোনও ব্লেড পাননি। তাহলে এই ব্লেড এল কোথা থেকে?

এরপরই তারা বুঝতে পারেন যে অস্ত্রোপচারের সময় যুবতীর শরীরের ভিতরে রয়ে গিয়েছিল সার্জিকাল ব্লেড। পরিবারের অভিযোগ, চিকিৎসকদের গাফিলতির কারণেই প্রসূতি ও গর্ভস্থ সন্তানের মৃত্যু হয়েছে। ওই ব্লেড নিয়েই থানায় যান মৃতার স্বামী। সিএমও অফিসেও অভিযোগ জানানো হয়।

মুখ্য স্বাস্থ্য় আধিকারিক অভিযোগ পেতেই, হাসপাতালের লাইসেন্স বাতিল করে দেন।গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।