AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bhopal: সন্তানের জন্য দ্বিতীয় স্ত্রীর বোনকে বিয়ে, তারপর যা হল…

Man killed in Bhopal: বছর ষাটের ভাইয়ালাল তিনবার বিয়ে করেন। প্রথম স্ত্রী তাঁকে ছেড়ে চলে যান। এরপর গুড্ডি বাই নামে একজনকে বিয়ে করেন। কিন্তু, তাঁদের কোনও সন্তান হয়নি। তখন গুড্ডির বোন মুন্নি ওরফে বিমলাকে বিয়ে করেন ভাইয়ালাল। বিমলার দুটি সন্তান হয়। দুই স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ভালই কাটছিল ভাইয়ালালের।

Bhopal: সন্তানের জন্য দ্বিতীয় স্ত্রীর বোনকে বিয়ে, তারপর যা হল...
প্রতীকী ছবি
| Updated on: Sep 07, 2025 | 5:27 PM
Share

ভোপাল: তিনটে বিয়ে। তার মধ্যে দ্বিতীয় ও তৃতীয় স্ত্রী দুই বোন। আর তৃতীয় স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে খুনের অভিযোগ উঠল। ঘটনাচক্রে মৃতদেহ প্রথম দেখেন দ্বিতীয় স্ত্রী। ঘটনাটি মধ্যপ্রদেশের অনুপপুর জেলার সাকারিয়া গ্রামের। কিন্তু, হঠাৎ তৃতীয় স্ত্রী কেন স্বামীকে খুন করালেন? ঘটনার তদন্তের নেমে চমকে গেলেন তদন্তকারীরা।

পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম ভাইয়ালাল রজক। বছর ষাটের ভাইয়ালাল তিনবার বিয়ে করেন। প্রথম স্ত্রী তাঁকে ছেড়ে চলে যান। এরপর গুড্ডি বাই নামে একজনকে বিয়ে করেন। কিন্তু, তাঁদের কোনও সন্তান হয়নি। তখন গুড্ডির বোন মুন্নি ওরফে বিমলাকে বিয়ে করেন ভাইয়ালাল। বিমলার দুটি সন্তান হয়। দুই স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ভালই কাটছিল ভাইয়ালালের। কিন্তু, তিনি বুঝতে পারেননি ভেতরে ভেতরে তাঁকে খুনের ষড়যন্ত্র করছেন মুন্নি।

তদন্তে উঠে আসে, নারায়ণ দাস কুশওয়াহা ওরফে লাল্লু নামে স্থানীয় এক ব্যবসায়ীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ান মুন্নি। তাঁরা দু’জন ভাইয়ালালকে খুনের ষড়যন্ত্র করেন। ধীরজ কোল নামে বছর পঁচিশের এক শ্রমিককে খুনের জন্য টাকা দেন। পুলিশ জানিয়েছে, গত ৩০ অগস্ট নিজের নির্মীয়মাণ বাড়িতে খাটে ঘুমিয়েছিলেন ভাইয়ালাল। তখনই তাঁকে খুন করা হয়। রাত ২টো নাগাদ ওই নির্মীয়মাণ বাড়িতে যান ধীরজ ও লাল্লু। লোহার রড দিয়ে ভাইয়ালালের মাথায় আঘাত করেন। এরপর মৃতদেহ বস্তা ও কম্বলে মুড়ে গ্রামের একটি কুয়োয় ফেলে দেন।

পরদিন ভাইয়ালালের মৃতদেহ প্রথম দেখেন তাঁর দ্বিতীয় স্ত্রী গুড্ডি বাই। তিনি গ্রামের ওই কুয়োয় কিছু ভাসতে দেখে লোকজনকে ডাকেন। এরপর পুলিশ এসে কুয়োর জল তুলে মৃতদেহ উদ্ধার করে। একইসঙ্গে কুয়োর মধ্যে থেকে ভাইয়ালালের মোবাইলও পায়। ময়নাতদন্তে জানা যায়, মাথায় আঘাতের ফলেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। পুলিশ সুপার মতিউর রেহমান বলেন, “৩৬ ঘণ্টার মধ্যে খুনের কিনারা করেছে পুলিশ। মুন্নি, লাল্লু এবং ধীরজকে গ্রেফতার করা হয়েছে।” তিনজনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।