মুম্বই: প্রতিদিন খবরের কাগজ খুললে অথবা টিভি চ্যানেলে চোখ রাখলে যৌনতাকে হাতিয়ার করে প্রতারণার বিভিন্ন খবর প্রকাশিত হয়। এবার এমনই এক প্রতারণা চক্রের শিকার হলেন মুম্বই (Mumbai Extortion Case) নিবাসী বেসরকারি সংস্থায় কর্মরত ২৭ বছর বয়সী এক তরুণ। একটি অচেনা নম্বর থেকে তাঁর মোবাইলে একটি হোয়াটসঅ্যাপ ভিডিয়ো কল আসে, ভিডিয়ো কল ধরতেই মোবইল স্ক্রিনে প্রথমে তিনি নিজের মুখ দেখতে পান, এরপরই দেখা যায় নগ্ন হয়ে অন্য এক ব্যক্তি তাঁর দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করছে। সঙ্গে সঙ্গে ফোন কেটে দিয়েছিলেন ওই তরুণ। কিছুক্ষণ পরেই তাঁর হোয়াটসঅ্যাপে ওই ভিডিয়ো কলের রেকর্ডিং আসে এবং তাঁকে সেই ভিডিয়ো দেখিয়ে ব্ল্যাকমেল করে তাঁর থেকে টাকা আদায়ের চেষ্টা করা হয়েছিল।
টাকা দিতে অস্বীকার করলে ওই অশ্লীল ভিডিয়ো তাঁর বন্ধু এবং আত্মীয় স্বজনের মধ্যে ছড়িয়ে দেওয়া হুমকিও দেওয়া হয়। টাকা পাঠানোর জন্য তাঁকে একটি কিউআর কোডও দেওয়া হয়েছিল। সাময়িক ভয় পেয়ে গিয়ে প্রতারকদের পাঠানো কিউ আর কোডে তিনি ৫ হাজার টাকা করে পাঠিয়েছিলেন। কিন্তু প্রতারক দাবি ক্রমশ বাড়তেই থাকে। তখন বাধ্য হয়ে তিনি পুলিশে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
এই ঘটনা ভিলে পার্লে থানার পুলিশ জানিয়েছে, সাধারণত এই ধরনের ভিডিয়ো দেখিয়ে মহিলাদের ফাঁদে ফেলার চেষ্টা করা হয়, তবে এই প্রথম তাদের কাছে এমন একটি অভিযোগ এসেছে যাতে, এক পুরুষকে ফোন করে তাঁর ভিডিয়ো বিকৃতি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, রবিরার ওই তরুণ যখন নিজের বাড়িতে ছিলেন, সেই সময় এই ঘটনাটি ঘটেছিল। তরুণের অভিযোগের পরিপ্রেক্ষিতে তোলাবাজি, অপরাধমূলক ষড়যন্ত্র এবং যৌন হেনস্থার ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তারা এই ঘটনার তদন্তে নেমেছে। পুলিশ জানিয়েছে, তারা এই ঘটনার তদন্তে নেমেছে, এবং প্রতারণার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা চেষ্টা করা হচ্ছে।