আহমেদাবাদ: স্ত্রী সাত মাসের গর্ভবতী। যত্নেই রাখতেন স্ত্রীকে। কিন্তু সামান্য কথা কাটাকাটি হয়েছিল একদিন। রাগের মাথায় বাড়ি ছেড়েছিল স্ত্রী। আর ফেরেননি। স্ত্রীকে ফেরাতে শেষ পর্যন্ত হাইকোর্টের দ্বারস্থ হলেন স্বামী। অভিযোগ করলেন, গর্ভবতী স্ত্রী পালিয়ে গিয়েছেন তাঁর প্রেমিকার সঙ্গে!
ঘটনাটি ঘটেছে গুজরাটের আহমেদাবাদে। এক ব্যক্তি গুজরাট হাইকোর্টে পিটিশন দায়ের করেন। অভিযোগ করেন, তাঁর গর্ভবতী স্ত্রী বান্ধবীর সঙ্গে পালিয়ে গিয়েছেন। এই মর্মে তিনি চন্দখেড়া পুলিশ স্টেশনে অভিযোগও জানিয়েছেন, কিন্তু কোনও লাভ হয়নি।
ওই ব্যক্তির দাবি, তাঁদের মধ্যে তেমন কোনও সমস্যা ছিল না। ২০২২ সালে তাঁদের বিয়ে হয়। এরপর সুখেরই সংসার ছিল। স্ত্রী সন্তানসম্ভবা হওয়ার পর পরিবারে আরও খুশির হাওয়া বইছিল। হঠাতই তাতে ছন্দ কাটে। স্ত্রী পালিয়ে যান তাঁর প্রেমিকার সঙ্গে।
পুলিশি তদন্তে জানা গিয়েছে, বিয়ের আগে যুবতী সমকামী সম্পর্কে ছিলেন। তাঁর পরিবার সে কথা জানত। বিয়ের আগে যুবতী তাঁর স্বামীকেও সে কথা জানিয়েছিল, কিন্তু তারপরও বিয়ে হয়।
হাইকোর্টের তরফে পুলিশ ও গুজরাট প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যেন আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে ওই যুবতীকে খুঁজে বের করে, আদালতে পেশ করা হয়।