Manipur News: ‘আমি ক্ষমা চাইছি…’, সাংবাদিক বৈঠক ডেকে হঠাৎ এ কী বললেন মুখ্যমন্ত্রী?

Avra Chattopadhyay |

Dec 31, 2024 | 4:05 PM

Manipur News: এদিন ইম্ফলে সাংবাদিক বৈঠক ডেকে, বছর শেষের প্রাক্কালে মুখ্যমন্ত্রী বীরেন সিং ক্ষমা করা ও অতীত ভুলে সামনের দিকে এগিয়ে চলার বার্তা দেন।

Manipur News: আমি ক্ষমা চাইছি..., সাংবাদিক বৈঠক ডেকে হঠাৎ এ কী বললেন মুখ্যমন্ত্রী?
মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং
Image Credit source: PTI

Follow Us

ইম্ফল: নতুন বছরে নতুন শুরুর স্বপ্ন দেখালেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং। ক্ষমা চাইলেন রাজ্যের মানুষের কাছে। গত বছরের মে মাসে মণিপুরের পথে ঘাটে যে স্ফুলিঙ্গটা ছড়িয়েছিল, তা আপাতত দাবানল হয়ে গোটা রাজ্যকে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে।

এদিন ইম্ফলে সাংবাদিক বৈঠক ডেকে, বছর শেষের প্রাক্কালে মুখ্যমন্ত্রী বীরেন সিং ক্ষমা করা ও অতীত ভুলে সামনের দিকে এগিয়ে চলার বার্তা দেন।

তিনি বলেন, ‘গোটা বছরটাই একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে কাটল। আমি এই রাজ্যের প্রতিটি মানুষের কাছে ক্ষমা চাইছি। গত বছরের ৩ মে থেকে অনেকেই নিজেদের কাছের মানুষদের হারিয়েছেন। তবে গত তিন-চার মাস ধরে যেভাবে পরিস্থিতি শান্তির দিকে এগোচ্ছে, আমি নিশ্চিত করতে পারি নতুন বছরে হয়তো সব কিছুই স্বাভাবিক হয়ে যাবে।’

উল্লেখ্য, মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ঘিরে উত্তাল উত্তর-পূর্বের এই রাজ্য। গত কয়েক মাস ধরে পরিস্থিতিকে স্বাভাবিক করে তুলতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে প্রশাসন। মণিপুরের বিভিন্ন এলাকায় দফায় দফায় তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর গোলাবারুদ বাজেয়াপ্ত করেছে পুলিশ।

চলতি মাসে পূর্ব ইম্ফলের মাকউ পোরবিতে দু’টি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ঘাঁটির খোঁজ পেয়েছে পুলিশ। চলে অভিযান। উদ্ধার হয় বেশ কিছু নথিপত্র, আগ্নেয়াস্ত্র। গত দেড় বছর ধরে জ্বলে চলা দাবানল অনেকটা ধ্বংস করেছে মণিপুরকে। হিংসার প্রকোপে পড়ে প্রাণ গিয়েছে সাধারণের। ঘরছাড়াও হয়েছে হাজার হাজার মানুষ।

অবশ্য়, বছরের মাঝে এই হিংসায় কিছুটা বিরতি টানা গেলেও, গত সেপ্টেম্বর মাস থেকে নতুন করে সংঘর্ষে নেমেছে রাজ্যের দুই যুযুধান জনগোষ্ঠী। যার জেরে নতুন করে কার্ফু জারি হয়েছে রাজ্যের একাধিক এলাকা। ফিরেছে সেনার শাসন। বন্ধ হয়েছে ইন্টারনেট। কিছুদিন আগেই বোমা মিলেছিল খোদ মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরেই। তবে এই উত্তেজনার আবহের মধ্যে ‘আশার আলো’র দিকেই সাংবাদিক বৈঠক থেকে ইঙ্গিত দিলেন বীরেন সিং।

Next Article