Fire breaks out: বাণিজ্যিক ভবনে বিধ্বংসী আগুনে মৃত ৩, প্রাণে বাঁচতে জানালা থেকে ঝাঁপ
Fire at commercial building: ভবনটিতে জামা-কাপড় সহ বিভিন্ন সামগ্রীর অন্তত ২০টি দোকান এবং একটি ব্যাঙ্কের শাখা ছিল। এদিন দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। সেই সময় ক্রেতা, বিক্রেতা, ব্যাঙ্ককর্মী, গ্রাহক সহ অনেকেই ভিতরে ছিলেন।

রায়পুর: সপ্তাহের প্রথম দিন বিধ্বংসী আগুন (Fire) লাগল বাণিজ্যিক ভবনে (Commercial building) । কয়েক মিনিটের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে দোতলা বাড়িটিতে। প্রাণে বাঁচতে অনেকেই উপরে জানালা থেকে নীচে ঝাঁপ দেয়। সোমবার সন্ধ্যায় এমনই মর্মান্তিক দৃশ্যের সাক্ষী হল ছত্তীসগঢ়ের (Chattisgarh) কোরবা শহর। আগুন থেকে বাঁচতে জানলা দিয়ে ব্যক্তিদের ঝাঁপ দেওয়ার ঘটনা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তারপর দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে ভিতর থেকে সকলকে উদ্ধার করে আগুন নেভানোর কাজ শুরু করলেও ৩ জনের মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, কোরবা শহরের ট্রান্সপোর্ট নগর স্কোয়ারের কাছে একটি বাণিজ্যিক ভবনে বিধ্বংসী আগুন লাগে। ওই ভবনটিতে জামা-কাপড় সহ বিভিন্ন সামগ্রীর অন্তত ২০টি দোকান এবং একটি ব্যাঙ্কের শাখা ছিল। এদিন দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। সেই সময় ক্রেতা, বিক্রেতা, ব্যাঙ্ককর্মী, গ্রাহক সহ অনেকেই ভিতরে ছিলেন। খবর পেয়েই পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে যায়। আটকে পড়া সকলকে উদ্ধার করতে পুলিশ, দমকল বাহিনীর সঙ্গে অভিযানে নামে হোমগার্ড ও CISF। পুলিশের এক আধিকারিক জানান, বাড়িটির ভিতর খেকে প্রায় ২০ জনকে উদ্ধার করা হয়েছে। কিন্তু, ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে এক মহিলা সহ ৩ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে এক জন একটি টেলারিংয়ের দোকানের কর্মী এবং ২ জন ক্রেতা। এছাড়া আরও কয়েকজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
#Video of fire incident in shop at TP Nagar, Korba Chhattisgarh… shops gutted completely in fire….
19.06.2023 ? @aajtak @ABPNews @ndtv @RubikaLiyaquat @anjanaomkashyap @ravishndtv @kunal492001 @ajitanjum @ANI pic.twitter.com/jOpXjPJvuM
— ??????? ????? (@ipsm_23) June 19, 2023
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর দেড়টা নাগাদ বাণিজ্যিক ভবনটির একটি দোকানে প্রথমে আগুন লাগে। তারপর কয়েক মিনিটের মধ্যেই আগুন গোটা ভবনে ছড়িয়ে পড়ে। একতলা থেকে দোতলাতেও আগুন ছড়িয়ে পড়ে। প্রাণে বাঁচতে দোতলার জানালা থেকে অনেকে নীচে রাস্তায় ঝাঁপ দেন। পথচলতি মানুষদের মোবাইলের ক্যামেরায় সেই ভয়াবহ দৃশ্য বন্দি হয়েছে এবং সেটা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তারপর দমকল বাহিনীর প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। তবে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
