Arindam Bagchi On Karachi Blast : ‘আলোচনার জন্য সন্ত্রাসমুক্ত আবহাওয়া চায় ভারত,’ করাচি বিস্ফোরণ নিয়ে নিন্দার সুর বাগচির কণ্ঠে

Arindam Bagchi On Karachi Blast : করাচিতে সম্প্রতি আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয়। এবার এই ঘটনার নিন্দায় সরব ভারত।

Arindam Bagchi On Karachi Blast : 'আলোচনার জন্য সন্ত্রাসমুক্ত আবহাওয়া চায় ভারত,' করাচি বিস্ফোরণ নিয়ে নিন্দার সুর বাগচির কণ্ঠে
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Apr 28, 2022 | 9:54 PM

নয়া দিল্লি : এবার করাচি আত্মঘাতী বোমা হামলার নিন্দা করল ভারত। এদিন বিদেশ মন্ত্রকের বিদেশ সচিব অরিন্দম বাগচি জানিয়েছেন যে, সেদেশে প্রধানমন্ত্রীর পদের পরিবর্তনের পরও ভারতের অবস্থান একই রয়েছে। তিনি জানিয়েছেন যে, আলোচনার জন্য ভারতের সন্ত্রাসমুক্ত আবহাওয়া প্রয়োজন।

সম্প্রতি অনাস্থা প্রস্তাবে হেরে গিয়ে প্রধানমন্ত্রী হিসেবে গদিচ্যুত হন ইমরান খান। এরপর প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শাহবাজ় শরিফ। গদিতে বসেই তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে চিঠিতে অভিনন্দন বিনিময় হয় তাঁর। দু-পক্ষের তরফেই দীর্ঘদিন ধরে চলতে থাকা কাশ্মীর ইস্য়ু নিয়ে আলোচনার প্রস্তাব ওঠে। তবে ভারতের তরফে এই আলোচনার জন্য পুনরায় শর্ত স্পষ্ট করে দিয়ে বিদেশ সচিব বলেছেন, “আমাদের অবস্থান স্পষ্ট- আলোচনার জন্য উপযোগী সন্ত্রাসমুক্ত আবহাওয়া থাকা দরকার। যাতে সেখানে আলোচনা করা সম্ভব হয়।” তিনি আরও জানিয়েছেন যে, নরেন্দ্র মোদী ও শাহবাজ় চিঠি বিনিময় করলেও ভারতের অবস্থান বদলায়নি।

এদিকে মোদীর জম্মু সফর নিয়ে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে কটাক্ষ করে বলা হয়েছিল যে জম্মুতে মোদী সফর ‘মঞ্চস্থ’ করা হয়েছিল।এই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন বাগচি। তিনি বলেছেন, “আমি এই শব্দের ব্যবহার বুঝতে পারছি না। একথা শুনে মনে হচ্ছে, এই সফর হয়নি এবং আমরা সেটাকে সত্যি হিসেবে তুলে ধরতে চাইছি।”

আরও পড়ুন : Rajnath Singh on Self Reliance : ‘ইউক্রেন সংঘাত বুঝিয়েছে স্বনির্ভরতার প্রয়োজনীয়তা,’ ফের আত্মনির্ভরতার পক্ষে সওয়াল রাজনাথের

আরও পড়ুন : Kamal Nath Resigns : পিকের ‘প্রেসক্রিশন’ মেনেই চলছে ‘ট্রিটমেন্ট’! পদ ছাড়লেন কমল নাথ

আরও পড়ুন : TV9 Explained: ‘হিন্দি রাষ্ট্রভাষা ছিল, আছে এবং থাকবে’, অজয়ের দেবগণের এই দাবি আদৌ সত্যি?